শিরোনাম
◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ সাগর-রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ বিরলে কৃষক ভবেশের মৃত্যুর ৪ দিন পর থানায় হত্যা মামলা ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি! ◈ বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৪, ০২:৩৮ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: স্কটল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু হওয়া বাংলাদেশ দলের সেমিফাইনালে খেলার স্বপ্নপূরণ হলো না। আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিতলে শুধু হারের ব্যবধানই কমবে। ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচ হেরে সেমির স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। তবে সেই ওয়েস্ট ইন্ডিজকেই ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে এবারের আসর শুরু করেছিলো দক্ষিণ আফ্রিকা। তাই জ্যোতিদের জন্য দক্ষিণ আফ্রিকা বধ খুব একটা সহজ হবে না। 

শনিবার (১২ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় প্রোটিয়াদের মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্ট এখন পর্যন্ত তিন ম্যাচে দুই পরাজয় বাংলাদেশের। পারফরম্যান্সের বিচারে ভালোর চেয়ে মন্দের পাল্লাটাই ভারি। টাইগ্রেস ক্যাপ্টেন জ্যোতিও অবশ্য অকপটে বলে গেলেন কোথায় পিছিয়ে বাংলাদেশ। তিনি মনে করেন ব্যাটিং অর্ডারে সমান্তরাল সাফল্য না থাকার কারণেই ম্যাচের ফলাফল নিজেদের পক্ষে আসেনি।

জ্যোতি বলেন, দু’একটা ব্যাটার নিয়ে ম্যাচ জেতা সম্ভব না। দেখা যাচ্ছে টপ অর্ডার ভালো করলে মিডল অর্ডার ভালো করছে না। আবার মিডল অর্ডার ভালো করলে সেদিন স্টার্ট ভালো পাওয়া যাচ্ছে না। এসব স্টেজে দলীয় পারফর্ম না করলে ম্যাচ জেতাটা খুব কঠিন।

জ্যোতি তুললেন কিছু প্রশ্নও। তার মতে প্রশ্নগুলো আসতে হবে নিজেদের ভেতর থেকেই। মানসিকতায় কেনো পিছিয়ে বাংলাদেশ তা ভাবতে হবে প্রত্যেক খেলোয়াড়কেই।

তিনি আরও বলেন, এসব স্টেজে মানসিকভাবে শক্তিশালী থাকাটা বড়। স্কিল তো সবারই কমবেশি থাকে তবে যারা মানসিকভাবে শক্তিশালী তারা এসব পর্যায়ে ভালো করতে পারে।

এদিকে ফলাফল যেটাই হোক শারজায় প্রবাসী বাঙালিদের সমর্থনে বিস্মিত জ্যোতি। কর্মব্যস্ততার মাঝেও দেশকে সাপোর্ট করতে ছুটে আসাটা আপ্লুত করেছে বাংলাদেশ অধিনায়ককে। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো কিছু করাতেই এখন ফোকাস টাইগ্রেসদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়