শিরোনাম
◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৪, ১২:৩৮ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টেন ক্রিকেটে বাংলা টাইগার্সের আইকন সাকিব, খেলবেন রশিদও

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের  জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পর থেকে যেনো ব্যস্ততা কমছেই না। বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন এই তারকা ক্রিকেটার। এবার জানা গেল আসন্ন টি-টেন লিগের অষ্টম আসরে বাংলা টাইগার্সের হয়ে খেলবেন এই অলরাউন্ডার। একই দলে খেলবেন আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খানও।

১০ই অক্টোবর টি-টেন লিগের অফিসিয়াল ফেইসবুক পেইজে সাকিবের ছবি পোস্ট করে এমনটা জানানো হয়। বাংলা টাইগার্সে আইকন প্লেয়ার হিসেবে খেলবেন সাকিব। অপরদিকে এই দলে খেলার জন্যে রশিদের সঙ্গে চুক্তি করেছে বাংলা টাইগার্স। ফেইসবুক পেইজে আলাদা পোস্টে জানানো হয়েছে সেটি। - ক্রিকফ্রেঞ্জি

ভারতের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ শেষ করেই আমেরিকায় পাড়ি জমান সাকিব। সেখানে খেলছেন ১০ ওভারের ন্যাশনাল ক্রিকেট লিগ। এনসিএলের দল লস এঞ্জেলেস ওয়েভসের অধিনায়কের দায়িত্বও পালন করছেন এই অলরাউন্ডার। সেই লিগ খেলার মাঝেই এলো এমন ঘোষণা।

চলতি বছরের জুলাই মাসে কানাডায় অনুষ্ঠিত গ্লোবাল টি-টোয়েন্টি লিগেও সাকিব খেলেছেন বাংলা টাইগার্স মিসিসাগার হয়ে। সেখানেও দলের অধিনায়ক ছিলেন তিনি। দলকে নিয়ে গিয়েছিলেন এলিমিনেটর পর্বে।
এর আগের বছরেও আবুধাবির টি-টেন লিগে নাম লিখিয়েছিলেন সাকিব। খেলার কথা ছিলো বাংলা টাইগার্সের হয়েই। কিন্তু ইনজুরির কারণে যাওয়া হয়নি খেলতে। সাকিবের সাথে বাংলা টাইগার্সে নাম লিখিয়েছিলেন তাসকিন আহমেদও। একই কারণে তাসকিনেরও খেলা হয়নি টি টেন লিগে। তবে দলের হয়ে না খেললেও ডাগআউটে দেখা গিয়েছিলো তাকে।

এদিকে ২০২৩ সালে না খেলতে পারলেও ২০২২ সালে টি-টেন লিগের ষষ্ঠ আসরে সাকিব ছিলেন বাংলা টাইগার্সের অধিনায়ক। সেবার ৬ ম্যাচে ব্যাট হাতে ৪৬ রান এবং বল হাতে নেন ৪ উইকেট নেন তিনি।

২০২৪ সালে আবুধাবি টি টেন লিগের ৮ম আসর মাঠে গড়াবে ২১ নভেম্বর থেকে। খেলা হবে ২ ডিসেম্বর অব্দি। টুর্নামেন্টে থাকবে ৮ টি দল। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। ইতোমধ্যেই শুরু হয়েছে ম্যাচগুলোর ক্রিকেট বিক্রি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়