শিরোনাম
◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা নিয়ে ‘ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর' ◈ স্ক্যানিং ছাড়াই চলছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য! ◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৪, ১২:২৮ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিলির বিরুদ্ধে ব্রাজিলের সৌভাগ্যপ্রসূত জয়

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ে চিলির বিরুদ্ধে অনেক কষ্টে জিতলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। টান টান উত্তেজনার এই যখন ড্র নিয়ে শেষ হচ্ছিলো, ঠিক সেই মুহূর্তে অঘটন ঘটালেন লুইজ হেনরিক। অন্তিম মুহূর্তে তার গোলেই জয় পায় ব্রাজিল। তবে বিশ্বকাপ বাছাইয়ে টিকে থাকতে চিলির বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য ছিল মহাগুরুত্বপূর্ণ। 

বদলি নামা এই উইঙ্গারের শেষ মুহূর্তের গোলে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে চিলিকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। এটি এবারের বাছাইয়ে ৯ ম্যাচে ব্রাজিলের পঞ্চম জয়।

গত মাসে প্যারাগুয়ের কাছে হেরে যাওয়া ব্রাজিল আজ সান্তিয়াগোয় ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল হজম করে। চিলির ফিলিপে লায়োলা গোলমুখে চমৎকারভাবে ক্রস বাড়ালে সেটি গোলে পরিণত করেন এদুয়ার্দো ভারগাস।

পিছিয়ে থাকা ব্রাজিলের আক্রমণে তেমন কোনো ধার ছিল না। প্রতিপক্ষের ডি বক্সে গিয়ে বারবারই তালগোল পাকিয়ে ফেলছিলেন রদ্রিগো, সাভিনিয়োরা। সফরকারীদের বিবর্ণ ফুটবলের মাঝে আশার ঝিলিক ছিলেন ইগর জেসুস। প্রথমার্ধের যোগ করা সময়ে সাভিনিয়োর চমৎকার ক্রসে হেডে জাল খুঁজে নেন এই তরুণ ফরোয়ার্ড।

মনে হচ্ছিল, ড্রয়ের দিকে গড়াচ্ছে ন্যাচ। তবে একদম শেষ মুহূর্তে প্রাণ ফেরান হেনরিক। ৮৯তম মিনিটে চমৎকার গোলে ব্রাজিলকে এগিয়ে নেন তিনি। ডি বক্স থেকে দূরের পোস্ট ঘেঁষে তার বাম পায়ের বাঁকানো শটে তেমন কিছু করার ছিল না চিলির গোলরক্ষকের।

কষ্টার্জিত এই জয়ে চতুর্থ স্থানে উঠে এলো ব্রাজিল। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৩। ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে আর্জেন্টিনা। ১৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে কলম্বিয়া। ৬ পয়েন্ট নিয়ে চিলির অবস্থান নবম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়