শিরোনাম
◈ ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ ◈ ফেব্রুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি কমেছে, স্বস্তি খাদ্যেও ◈ কম সংস্কার চাইলে ডিসেম্বরে, বেশি চাইলে জুনের মধ্যে নির্বাচন: প্রাক্তন দুই মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ বিক্ষোভের শহরে পরিণত হচ্ছে রাজধানী ঢাকা: নিক্কেই এশিয়ার প্রতিবেদন ◈ সামনের পথ স্পষ্ট - একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে দ্রুত প্রত্যাবর্তন : মির্জা ফখরুল ◈ ইউক্রেনকে সাহায্য করতে নারাজ ইউরোপের ২ দেশ ◈ জাতীয় নাগরিক দল বাংলাদেশে নির্বাচনী দৃশ্যপট পরিবর্তন করতে পারে ◈ ইউপি চেয়ারম্যান লাক মিয়ার ৪৯ ব্যাংক হিসাব, লেনদেন ১৪,৩৭৬ কোটি টাকা ◈ সাতকানিয়ায় নিহত ২: কোতোয়ালি থানার লুট হওয়া পিস্তল দিয়ে ছোড়া হয় গুলি ◈ পদোন্নতিপ্রাপ্ত ৩৭ কর্মকর্তাকে র‍্যাংকব্যাজ পরালেন ডিএমপি কমিশনার

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৪, ০২:৫১ দুপুর
আপডেট : ০২ মার্চ, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী বিশ্বকাপ, আজ রাতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ নারী দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে যাত্রাটা শুরু হয়েছিলো স্কটল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়ে। দ্বিতীয় ম্যাচে তারা পেরে উঠলো না ইংল্যান্ডের সঙ্গে। ম্যাচটি হেরে যায় বাংলাদেশ। ফলে সেমিফাইনালের পথ কিছুটা কঠিন হয়ে গেছে লাল-সবুজদের জন্য। 

ইংল্যান্ডকে ১২০ রানের মধ্যে আটকে দিয়েও জ্যোতির দল থেমে গেছে একশ’র আগে। সেমিফাইনালে পৌঁছাতে হলে এখন ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকার মতো কঠিন প্রতিপক্ষকে হারাতে হবে তাদের। যদিও লক্ষ্যে পরিবর্তন আনেনি দল।

ক্রিকেটার নাহিদা বলেন, গত ম্যাচের হারটা অবশ্যই আমাদের জন্য কষ্টদায়ক, খারাপ লাগার একটি জায়গা। এই কয়দিনে আমাদের যে অনুশীলন সেশন চলছে, আমরা চেষ্টা করছি ওই জায়গা থেকে বের হওয়ার এবং কীভাবে আরেকটু উন্নতি করা যায় এবং ম্যাচে তা কাজে লাগানো যায়।

যেহেতু আমরা সেমিফাইনাল খেলতে চাই, এই দুটি ম্যাচ খুব গুরুত্বপূর্ণ আমার জন্য। পরের ম্যাচ আমাদের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আমরা এই ম্যাচে মনোযোগ দিচ্ছি যে, কীভাবে জিততে পারি।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। শক্তির বিচারে বাংলাদেশ থেকে যোজন যোজন এগিয়ে ক্যারিবিয়ানরা। ২০১৪, ২০১৬ ও ২০১৮ বিশ্বকাপে দলটির বিপক্ষে তিনবার খেলে বাংলাদেশ। তিনবারই হারে বাঘিনীরা।

তবুও তাদের বিপক্ষে আশাবাদী নাহিদা, আমরা যদি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি জিততে পারি, তাহলে সেমিফাইনালে যাওয়াটা সহজ হবে আমাদের জন্য। সব দিক থেকেই আমাদের মনোযোগ পরের ম্যাচে। এই ম্যাচে শুধু ভালো করার জন্য নয়, জয়ের জন্য নামব আমরা এবং জেতার জন্য যা যা করা দরকার, চেষ্টা করব করার। ক্যারিবিয়ানদের হারিয়ে সেমিফাইনালের পথ খুলতে চায় বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়