শিরোনাম
◈ ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশ নারী দলের একধাপ অবনমন  ◈ শৈলকুপায় মসজিদে জুতা চুরি নিয়ে সংঘর্ষে ১০ জন আহত ◈ এ বছর নির্বাচন আয়োজন কঠিন হতে পারে: রয়টার্সকে নাহিদ ◈ আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানোর কারও এখতিয়ার নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ পাকিস্তান কাশ্মীরের একাংশ ‘চুরি করেছে’, ফেরাতে চায় ভারত! ◈ চলতি বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন যারা ◈ হিযবুত তাহরীর সভা-সমাবেশ করলে ব্যবস্থা নেবে ডিএমপি ◈ এনআইডি ইসিতে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে : সিইসি ◈ যৌথ বাহিনীর অভিযানে ঢাকা মেডিক্যালে আটক অর্ধশতাধিক (ভিডিও) ◈ ক্রিকেটার স্বামীর অবসর নিয়ে ফেসবুকে স্ত্রীর প্রচারণা

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৪, ০২:৫১ দুপুর
আপডেট : ০২ মার্চ, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী বিশ্বকাপ, আজ রাতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ নারী দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে যাত্রাটা শুরু হয়েছিলো স্কটল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়ে। দ্বিতীয় ম্যাচে তারা পেরে উঠলো না ইংল্যান্ডের সঙ্গে। ম্যাচটি হেরে যায় বাংলাদেশ। ফলে সেমিফাইনালের পথ কিছুটা কঠিন হয়ে গেছে লাল-সবুজদের জন্য। 

ইংল্যান্ডকে ১২০ রানের মধ্যে আটকে দিয়েও জ্যোতির দল থেমে গেছে একশ’র আগে। সেমিফাইনালে পৌঁছাতে হলে এখন ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকার মতো কঠিন প্রতিপক্ষকে হারাতে হবে তাদের। যদিও লক্ষ্যে পরিবর্তন আনেনি দল।

ক্রিকেটার নাহিদা বলেন, গত ম্যাচের হারটা অবশ্যই আমাদের জন্য কষ্টদায়ক, খারাপ লাগার একটি জায়গা। এই কয়দিনে আমাদের যে অনুশীলন সেশন চলছে, আমরা চেষ্টা করছি ওই জায়গা থেকে বের হওয়ার এবং কীভাবে আরেকটু উন্নতি করা যায় এবং ম্যাচে তা কাজে লাগানো যায়।

যেহেতু আমরা সেমিফাইনাল খেলতে চাই, এই দুটি ম্যাচ খুব গুরুত্বপূর্ণ আমার জন্য। পরের ম্যাচ আমাদের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আমরা এই ম্যাচে মনোযোগ দিচ্ছি যে, কীভাবে জিততে পারি।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। শক্তির বিচারে বাংলাদেশ থেকে যোজন যোজন এগিয়ে ক্যারিবিয়ানরা। ২০১৪, ২০১৬ ও ২০১৮ বিশ্বকাপে দলটির বিপক্ষে তিনবার খেলে বাংলাদেশ। তিনবারই হারে বাঘিনীরা।

তবুও তাদের বিপক্ষে আশাবাদী নাহিদা, আমরা যদি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি জিততে পারি, তাহলে সেমিফাইনালে যাওয়াটা সহজ হবে আমাদের জন্য। সব দিক থেকেই আমাদের মনোযোগ পরের ম্যাচে। এই ম্যাচে শুধু ভালো করার জন্য নয়, জয়ের জন্য নামব আমরা এবং জেতার জন্য যা যা করা দরকার, চেষ্টা করব করার। ক্যারিবিয়ানদের হারিয়ে সেমিফাইনালের পথ খুলতে চায় বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়