শিরোনাম
◈ এবার সেনাদের যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ◈ বিদেশে অসুস্থ হয়ে পড়া নারী শ্রমিকরা বেশির ভাগই জরায়ুর সমস্যায় ভুগছেন ◈ ১৯০ বন্দীর বিনিময় করলো রাশিয়া-ইউক্রেন আরব আমিরাতের মধ্যস্থতায় ◈ সাগরে লঘুচাপ সৃষ্টির শঙ্কা, পরবর্তী ২৪ ঘণ্টা আবহাওয়ার পূর্বাভাসে যা জানাগেল ◈ নড়াইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার ◈ আ’লীগ নেতাদের কুমিল্লা সীমান্তে বৈঠকের গুঞ্জন ◈ নির্বাচন ব্যবস্থা সংস্কার : সংখ্যানুপাতিক ব্যবস্থা নিয়ে বিতর্ক ◈ নিজ বাসা থেকে কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা ৪-৫ দিন আগেই মৃত্যু হয়েছে ◈ লালন মেলায় চুরি হওয়া ১৬ মোবাইলসহ যুবক আটক ◈ বেতন গ্রেড না বাড়ালে টিকা নয়, আল্টিমেটাম স্বাস্থ্যকর্মীদের !

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৪, ০২:৪৭ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০২৪, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরা ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয়েছি, বারবার একই ভুল করছি: অধিনায়ক শান্ত

স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় ম্যাচেও জয়ের বন্দর খুঁজে পেলো না বাংলাদেশ দল। প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ছিলো টাইগার সেনাদের। কিন্তু সব ভেস্তে গেলো ভারতের দাপটে। ফলে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হারল বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারল নাজমুল হোসেন শান্তর দল। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও লড়াই করতে পারেনি বাংলাদেশ। ম্যাচ শেষে শান্ত নিজেই স্বীকার করলেন, এই ম্যাচে একই ভুল করেছে তার দল। 

লড়াই-বিহীন হারের ধরণে যেন প্রথম ম্যাচেরই প্রতিচ্ছবি। পার্থক্য ছিল শুধু আগে এবং পরে ব্যাট করায়। বুধবার দিল্লিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ হারে ৮৬ রানের বিশাল ব্যবধানে। ভারতের ২২১ রানের পাহাড়ের জবাবে ২০ ওভার ব্যাটিং করে ১৩৫ রানের বেশি করতে পারেননি শান্ত-মাহমুদউল্লাহরা।

ম্যাচ শেষে শান্তর সরল স্বীকারোক্তি, আমার মনে হয় আমরা বারবার একই ভুল করছি। দল হিসেবে এটা মোটেও ভালো ব্যাপার নয়। আমাদের অবশ্যই উন্নতি করতে হবে।

এই ম্যাচে টস হেরে আগে ফিল্ডিং নেয় বাংলাদেশ। ভারতের মতো দলকে তাদেরই ঘরের মাঠে পরিচিত কন্ডিশনে আগে ব্যাটিংয়ে পাঠানোর স্বপক্ষেই যুক্তি দেন তিনি। বোলাররা মাঝের ওভারগুলোতে ভালো না করার আক্ষেপ ঝরল তার কণ্ঠে।

ম্যাচে পাওয়ার প্লে'র মধ্যেই ভারতের তিন উইকেট তুলে নেয় বাংলাদেশ। সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মার পর সূর্যকুমার যাদবকেও ফিরিয়ে দেয় সফরকারীরা। বাংলাদেশের হয়ে তিন পেসার তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব এবং মুস্তাফিজুর রহমান এই তিনটি উইকেট নেন। এরপর নিতিশ রেড্ডি আর রিঙ্কু সিংয়ের ঝড়ো ফিফটিতে ভারত চড়ে রানের পাহাড়ে।

টসের সিদ্ধান্ত নিয়ে শান্ত বলেন, আমার মনে হয় এটা সঠিক সিদ্ধান্ত ছিল। প্রথম ৬-৭ ওভারে আমরা বেশ ভালো করেছিলাম কিন্তু তারপর আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। এরপর তারাও বেশ ভালো ব্যাটিং করেছে। মাঝের সময়টায় আমাদের এক-দুটো উইকেট প্রয়োজন ছিল কিন্তু আমরা উইকেট নিতে পারিনি।
আমাদের বোলাররা যেভাবে বোলিং করেছে সেটা ভালো ব্যাপার। মুস্তাফিজ, তানজিম সাকিব, তাসকিনও ভালো বোলিং করেছে। কিন্তু যেটা বললাম আমরা মাঝের ওভারগুলোতে উইকেট নিতে পারিনি।

১২ অক্টোবর হায়দরাবাদে সিরিজের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ-ভারত। হোয়াইটওয়াশ এড়াতে সেই ম্যাচে ব্যাটারদের কাছ থেকে দায়িত্বশীলতা প্রত্যাশা করেন শান্ত, ব্যাটারদের দায়িত্ব নিতে হবে, নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়