শিরোনাম
◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৪, ০৪:৫৪ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহাম্মদ আশরাফুল বিপিএলে রংপুর রাইডার্সের কোচ !

স্পোর্টস ডেস্ক: আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে কোচিং করাবেন মোহাম্মদ আশরাফুল। এমনটা জানিয়েছেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। যদিও এখনও সবকিছু চূড়ান্ত হয়নি।
ফিক্সিং নিষেধাজ্ঞার পর ক্রিকেটে ফিরে ঘরোয়াতে কয়েকটি মৌসুমে খেলেছেন আশরাফুল। গত বছর আনুষ্ঠানিক ঘোষণা না দিয়েই খেলোয়াড়ি জীবনের ইতি টানেন তিনি। দুবাইতে লেভেল-৩ এর কোচিং শুরু করেন।

বর্তমানেও কোচ হিসেবে ব্যস্ত সময় পার করেছেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক এই অধিনায়ক। বিকেএসপিসহ বিভিন্ন ক্রিকেট সংঘটনে প্রতি সপ্তাহে নিয়ম করে কোচিং করাচ্ছেন তিনি। এবার রংপুরের কোচ হিসেবে কাজ করবেন তিনি। - ক্রিকফ্রেঞ্জি

আশরাফুল বলেন, কয়েকটা দলের সঙ্গেই আলাপ হয়েছে কাজ করার জন্য। গতবছরও আমার করার কথা ছিল। কিন্তু শেষমুহূর্তে হয়নি। তারপর বিপিএলে আমি অ্যানালাইসিস করেছে একটি চ্যানেলের হয়ে। এবারও ইচ্ছা আছে কাজ করার। কথা হচ্ছে। খুব সম্ভাবনা আছে যে এইবার বিপিএলে কোচ হিসেবে কাজ করব। সেটা রংপুর রাইডার্স হতে পারে ইনশাআল্লাহ।

বেশ কয়েক জায়গায় কোচ হিসেবে কাজ করার সুবাদে তরুণ ক্রিকেটারদের বেশ কাছ থেকে দেখার সুযোগ হয়েছে আশরাফুলের। তাদের মধ্যে টি-টোয়েন্টিতে ভালো করার প্রবল আগ্রহ দেখতে পেয়েছেন তিনি। যদিও আশরাফুল তাদের মনে টেস্ট ক্রিকেটের বীজ বপন করতে চান।

আশরাফুল আরও বলেন, এখন পর্যন্ত যত জায়গায় কাজ করেছি তরুণদের সাথে, টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে তাদের চিন্তাটা একদম ভিন্ন। সেই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। টি-টোয়েন্টি ক্রিকেটে টেকনিক অতটা গুরুত্বপূর্ণ না, এটা তারা মনে করে। কিন্তু বেসিক শক্তিশালী হলে আপনি যেকোনো ফরম্যাটে খেলতে পারবেন।
আন্তর্জাতিক ক্রিকেটে আপনাকে যদি সারভাইভ করতে হয় তাহলে বেসিক শক্তিশালী না হলে সেটা বেশ কঠিন। এখনকার তরুণ ক্রিকেটারদের প্রধান খেলা হওয়া উচিত টেস্ট ক্রিকেট। ওই বেসটা যদি আপনি স্ট্রং করতে পারেন তাহলে আপনি সব ফরম্যাটে খেলতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়