শিরোনাম
◈ ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ ◈ ফেব্রুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি কমেছে, স্বস্তি খাদ্যেও ◈ কম সংস্কার চাইলে ডিসেম্বরে, বেশি চাইলে জুনের মধ্যে নির্বাচন: প্রাক্তন দুই মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ বিক্ষোভের শহরে পরিণত হচ্ছে রাজধানী ঢাকা: নিক্কেই এশিয়ার প্রতিবেদন ◈ সামনের পথ স্পষ্ট - একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে দ্রুত প্রত্যাবর্তন : মির্জা ফখরুল ◈ ইউক্রেনকে সাহায্য করতে নারাজ ইউরোপের ২ দেশ ◈ জাতীয় নাগরিক দল বাংলাদেশে নির্বাচনী দৃশ্যপট পরিবর্তন করতে পারে ◈ ইউপি চেয়ারম্যান লাক মিয়ার ৪৯ ব্যাংক হিসাব, লেনদেন ১৪,৩৭৬ কোটি টাকা ◈ সাতকানিয়ায় নিহত ২: কোতোয়ালি থানার লুট হওয়া পিস্তল দিয়ে ছোড়া হয় গুলি ◈ পদোন্নতিপ্রাপ্ত ৩৭ কর্মকর্তাকে র‍্যাংকব্যাজ পরালেন ডিএমপি কমিশনার

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৪, ১১:৪৪ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল্যান্ডের মঈন আলী চট্টগ্রামের হয়ে বিপিএলে খেলবেন

স্পোর্টস ডেস্ক: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নাকি চিটাগং কিংস? বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির মালিকানা কারা পাচ্ছে তা নিয়ে ছিল সংশয়। কিন্তু শেষ পর্যন্ত সব সংশয় দূর করে ২০১৩ সালের পর আবারও বিপিএলে ফিরেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

বিপিএলে খেলা নিশ্চিত করেই একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। এবার তারা দলে ভিড়িয়েছে ইংলিশ অলরাউন্ডার মঈন আলীকে। অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

এরই মধ্যে বিদেশি খেলোয়াড় হিসেবে তারা দলে নিয়েছে হায়দার আলী, উসমান খান ও অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। এদিকে আলোচনা চলছে পাকিস্তানের আরেক ক্রিকেটার ওয়াসিম জুনিয়রের সঙ্গেও। দেশি ক্রিকেটারদের মধ্যে লিটন দাসকে সরাসরি দলে ভেড়াতে চায় ফ্র্যাঞ্চাইজিটি। - ক্রিকফ্রেঞ্জি

কদিন আগেই ক্রিকফ্রেঞ্জিকে সেই ইচ্ছের কথা জানিয়েছিলেন দলটির অংশীদার সামির কাদের চৌধুরি। দলটির কোচিং প্যানেলেও থাকছে বড় চমক। চট্টগ্রাম এরই মধ্যে বাংলাদেশের সাবেক স্পিনার ও বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক এনামুল হক জুনিয়রকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। আর দলটির প্রধান কোচ হিসেবে থাকছেন শন টেইট।

এই বিষয়ে সামির কাদের চৌধুরি বলেছিলেন, 'আমরা ইতোমধ্যে শন টেইটকে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছি, সহকারী কোচ হিসেবে থাকবেন এনামুল হক জুনিয়র। তাছাড়া বাকি যে টাকাগুলো বাকি ছিল তা আমরা দ্রুতই পরিশোধ করে দিব, বিসিবির সঙ্গে আলোচনা করেছি।

এদিকে বাংলাদেশের আরেক স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেনকেও পছন্দের তালিকায় রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। খুব দ্রুতই এটাও নিশ্চিত করবে কিংস। আগামী ১৪ অক্টোবর হতে যাওয়া ড্রাফটের আগেই সবকিছু চূড়ান্ত করে ফেলবে তারা। সেক্ষেত্রে বড় কিছু নামও আরও যোগ করবে ফ্র্যাঞ্চাইজিটিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়