শিরোনাম
◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত ◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৪, ১০:৪৮ দুপুর
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেভানদোভস্কির হ্যাটট্রিকে আলাভাসকে হারালো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক: দারুণ একটি ম্যাচ উপহার দিয়েছে বার্সেলোনা। আরো দুর্দান্ত খেলেছেন লেভানদোভস্কি। বার্সেলোনা একচেটিয়া আক্রমণে দিশাহারা আলাভাস। তাই অনায়াশে ম্যাচ জিতলো বার্সা। এক কথায় কোচ হান্সি ফ্লিকের অধীনে উড়তে থাকা বার্সেলোনার প্রতাপ দেখলো এবার দেপোর্তিভো আলাভেস। রবার্ট লেভানদোভস্কির হ্যাটট্রিকে আলাভাসকে ৩-০ গোলে উড়িয়ে কাতালান ক্লাবটি। এই জয়ের ফলে লিগ টেবিলে রিয়াল মাদ্রিদের চেয়ে ফের তিন পয়েন্টে এগিয়ে গেল হান্সি ফ্লিকের দল।

রোববার (৬ অক্টোবর) বার্সেলোনাকে আতিথ্য জানায় দেপোর্তিভো আলাভেস। ম্যাচের চতুর্থ মিনিটে রাফিনহা বল জালে পাঠালেও গোল মেলেনি অফসাইডের কারণে। তবে এর মিনিট তিনেক পরই দলকে লিড এনে দেন লেভানদোভস্কি। রাফিনিয়ার ফ্রি-কিকে বক্সে হেডে গোলটি করেন তিনি।

ম্যাচের ২২তম মিনিটে দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান লেভানদোভস্কি। বাঁ পাশ দিয়ে বক্সে ঢুকেই পেনাল্টি স্পটের সামনে থ্রু বল বাড়ান রাফিনহা, এরপর এগিয়ে গিয়ে গোলরক্ষককে বোকা বানান লেভানদোভস্কি। দুই মিনিট পর ব্যবধান আরও বাড়াতে পারতেন রাফিনহা। তবে বাঁ পাশ থেকে কাছের পোস্টে তিনি নিচু শট নিলে গোলরক্ষক তা ঠেকিয়ে দেন।

৩২তম মিনিটে দুর্দান্ত এক গোলে নিজের হ্যাটট্রিক পূরণ করেন লেভানদোভস্কি। ৯ ম্যাচে আট জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ১৭ পয়েন্ট নিয়ে তিনে আছে ভিয়ারিয়াল। আন্তর্জাতিক বিরতির পর আগামী ২০ অক্টোবর সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। তার তিন দিন পর চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে কাতালানরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়