স্পোর্টস ডেস্ক: দারুণ একটি ম্যাচ উপহার দিয়েছে বার্সেলোনা। আরো দুর্দান্ত খেলেছেন লেভানদোভস্কি। বার্সেলোনা একচেটিয়া আক্রমণে দিশাহারা আলাভাস। তাই অনায়াশে ম্যাচ জিতলো বার্সা। এক কথায় কোচ হান্সি ফ্লিকের অধীনে উড়তে থাকা বার্সেলোনার প্রতাপ দেখলো এবার দেপোর্তিভো আলাভেস। রবার্ট লেভানদোভস্কির হ্যাটট্রিকে আলাভাসকে ৩-০ গোলে উড়িয়ে কাতালান ক্লাবটি। এই জয়ের ফলে লিগ টেবিলে রিয়াল মাদ্রিদের চেয়ে ফের তিন পয়েন্টে এগিয়ে গেল হান্সি ফ্লিকের দল।
রোববার (৬ অক্টোবর) বার্সেলোনাকে আতিথ্য জানায় দেপোর্তিভো আলাভেস। ম্যাচের চতুর্থ মিনিটে রাফিনহা বল জালে পাঠালেও গোল মেলেনি অফসাইডের কারণে। তবে এর মিনিট তিনেক পরই দলকে লিড এনে দেন লেভানদোভস্কি। রাফিনিয়ার ফ্রি-কিকে বক্সে হেডে গোলটি করেন তিনি।
ম্যাচের ২২তম মিনিটে দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান লেভানদোভস্কি। বাঁ পাশ দিয়ে বক্সে ঢুকেই পেনাল্টি স্পটের সামনে থ্রু বল বাড়ান রাফিনহা, এরপর এগিয়ে গিয়ে গোলরক্ষককে বোকা বানান লেভানদোভস্কি। দুই মিনিট পর ব্যবধান আরও বাড়াতে পারতেন রাফিনহা। তবে বাঁ পাশ থেকে কাছের পোস্টে তিনি নিচু শট নিলে গোলরক্ষক তা ঠেকিয়ে দেন।
৩২তম মিনিটে দুর্দান্ত এক গোলে নিজের হ্যাটট্রিক পূরণ করেন লেভানদোভস্কি। ৯ ম্যাচে আট জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ১৭ পয়েন্ট নিয়ে তিনে আছে ভিয়ারিয়াল। আন্তর্জাতিক বিরতির পর আগামী ২০ অক্টোবর সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। তার তিন দিন পর চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে কাতালানরা।
আপনার মতামত লিখুন :