শিরোনাম
◈ ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশ নারী দলের একধাপ অবনমন  ◈ শৈলকুপায় মসজিদে জুতা চুরি নিয়ে সংঘর্ষে ১০ জন আহত ◈ এ বছর নির্বাচন আয়োজন কঠিন হতে পারে: রয়টার্সকে নাহিদ ◈ আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানোর কারও এখতিয়ার নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ পাকিস্তান কাশ্মীরের একাংশ ‘চুরি করেছে’, ফেরাতে চায় ভারত! ◈ চলতি বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন যারা ◈ হিযবুত তাহরীর সভা-সমাবেশ করলে ব্যবস্থা নেবে ডিএমপি ◈ এনআইডি ইসিতে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে : সিইসি ◈ যৌথ বাহিনীর অভিযানে ঢাকা মেডিক্যালে আটক অর্ধশতাধিক (ভিডিও) ◈ ক্রিকেটার স্বামীর অবসর নিয়ে ফেসবুকে স্ত্রীর প্রচারণা

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৪, ০৭:৩৪ বিকাল
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২৪, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে বাভুমার খেলা অনিশ্চিত

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমার কনুইয়ের চোটে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময় কনুইয়ে ব্যথা পাওয়ায় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন এই ব্যাটার। এরপর আর ফিল্ডিংয়েও নামতে পারেননি তিনি।

রোববার এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, আইরিশদের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলবেন না প্রোটিয়া অধিনায়ক। দেশে ফেরার পর চিকিৎসকের সঙ্গে আলোচনা করবেন বাভুমা।

২০২২ সালে পাওয়া পুরোনো চোটেই আবার নতুন করে পড়েছেন প্রোটিয়াদের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক। সে বছর ভারতের মাটিতে টি-টুয়েন্টি সিরিজে কনুইয়ের চোটে পড়েন বাভুমা। চোট কাটিয়ে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলেন তিনি। -অলআউট স্পোর্টস

এরপর থেকেই বিভিন্ন সময় হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠের বাইরে থাকেন বাভুমা। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোট নিয়েই খেলেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেমি-ফাইনাল। এরপর ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন তিনি।

চোট কাটিয়ে গত আগস্টে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজে মাঠে ফেরেন বাভুমা। চলতি বিশ্ব চ্যাম্পিয়নশিপের চক্রে দক্ষিণ আফ্রিকার হয়ে কেবল সেই সিরিজে পুরো দুটো টেস্ট খেলতে পারেন এই ৩৪ বছর বয়সী ব্যাটার। এবার শঙ্কা দেখা দিয়েছে বাংলাদেশের বিপক্ষে আগামী ২১ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম ম্যাচ খেলা নিয়েও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়