শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৪, ০১:০৩ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় 

স্পোর্টস ডেস্ক: দাবায় সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার হলেন বাংলাদেশের মনন রেজা নীড়। এই কৃতিত্ব অর্জনে তাকে ভাঙতে হয়েছে দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের রেকর্ড। যেটি নিয়াজ গড়েছিলেন ১৯৮১ সালে ১৫ বছর ৫ মাস বয়সে। রেকর্ড গড়ার দিনে নীড়ের বয়স ছিল মাত্র ১৫ বছর। যদিও ফিদের সার্টিফিকেট অনুযায়ী তার বয়স ১৪ বছর ৩ মাস। 

হাঙ্গেরির বুদাপেস্ট গ্র্যান্ডমাস্টার্সে তৃতীয় নর্ম পেয়ে এ কৃতিত্ব অর্জন করেছেন মনন রেজা নীড়। অষ্টম রাউন্ডে ভারতের আন্তর্জাতিক মাস্টার পান্ডা সাম্বিতকে হারিয়েছেন নীড়। এতে করে আট রাউন্ডে ছয় পয়েন্ট হওয়ায় একটি আন্তর্জাতিক নর্ম পান তিনি। আগেই থেকে ছিলো দুটি নর্ম। গত বছর জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিলেন মনন। 

চ্যানেল ২৪ জানায়, আইএম হতে ২৪০০ রেটিং আর তিন নর্মের প্রয়োজন ছিল তার। এখন তার রেটিং ২৪৫০। এ নিয়ে দেশে এখন আন্তর্জাতিক মাস্টার দাবাড়ু পাঁচজন। তারা হলেন- জিল্লুর রহমান চম্পক, আবু সুফিয়ান শাকিল, মিনহাজ উদ্দিন সাগর, ফাহাদ রহমান ও মনন রেজা নীড়। এই পাঁচ জনের মধ্যে ফাহাদ রহমানের একটি জিএম নর্ম আছে। ফাহাদও হাঙ্গেরির এই টুর্নামেন্ট খেলছেন। আজ শেষ রাউন্ডে জিতলে ফাহাদের আরেকটি জিএম নর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ দাবা ফেডারেশনের আরবিটার হারুনর রশীদ নীড়ের আন্তর্জাতিক মাস্টার হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আজকের জয়ের ফলে নীড় আরেকটি নর্ম অর্জন করে আন্তর্জাতিক মাস্টার হয়েছে। 

এদিকে নিজের দীর্ঘদিনের রেকর্ড ভাঙায় বেশ খুশি নিয়াজ মোর্শেদ। তিনি বলেন, খেলাধুলায় রেকর্ড ভাঙবে-গড়বে। আমার রেকর্ড একজন ভেঙেছে, এজন্য অত্যন্ত খুশি। ৪০ বছরের বেশি সময় আমার দখলে থাকা এক অর্জন অবশেষে একজন ভেঙেছে, এতে আমি যারপরনাই আনন্দিত।

১৯৮৬ সালে মাত্র ২০ বছর বয়সে নিয়াজ উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার হন (আশির দশকে আনুষ্ঠানিক টাইটেল প্রদান করা হতো পরের বছর) এরপর ভারতীয় অনেকেই আরও কম বয়সে গ্র্যান্ডমাস্টার হলেও বাংলাদেশের অন্য চার গ্র্যান্ডমাস্টার সেই রেকর্ড ভাঙতে পারেননি। নিয়াজের বিশ্বাস নীড় সেই রেকর্ডও ভাঙতে পারবে, সে এখন যে গতিতে এগিয়ে যাচ্ছে আমার বিশ্বাস আগামী ২/৩ বছরের মধ্যে গ্র্যান্ডমাস্টার হতে পারবে। আরেকটি রেকর্ড তার সামনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়