শিরোনাম
◈ অর্থ আত্মসাৎ অর্থ আত্মসাতের অভিযোগে যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ ◈ সেভিয়াকে হারিয়ে দুই নম্বরে উঠে এলো রিয়াল মাদ্রিদ ◈ আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়ার কতটা সুযোগ রয়েছে? ◈ অস্ট্রেলিয়ান ট্রাভিস হেড ভারতের মাথা ব্যথার কারণ  ◈ দিল্লিতে অবৈধ ১৭৫ বাংলাদেশিকে চিহ্নিত করলো পুলিশ, শহরজুড়ে তল্লাশি ◈ ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জয়কে অপ্রত্যাশিত বলছেন আলাউদ্দিন বাবু ◈ দীর্ঘ বছর ক্রিকেট খেলার পর আমাদের একটা স্টেজে আসা উচিত: কোচ সালাহউদ্দিন ◈ বীর মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা (ভিডিও) ◈ বিশেষ বিধান জারি বাংলাদেশ ব্যাংকের ◈ ২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৪, ১০:৫৬ দুপুর
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৪, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে লিভারপুলের কষ্টের জয়

স্পোর্টস ডেস্ক: ম্যাচ হারলেও দুর্দান্ত খেলেছে ক্রিস্টাল প্যালেস। যে কারণে লিভারপুলকে জিততে অনেক ঘাম ঝড়াতে হয়েছে। শেষ পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে লিভারপুর। শনিবার (৫ অক্টোবর) নিজেদের মাঠ সেলহার্স্ট পার্কে লিভারপুলকে আতিথ্য দেয় ক্রিস্টাল প্যালেস। ম্যাচে লিভারপুলের পক্ষে একমাত্র গোলটি করেন দিয়োগো জতা।

প্রথমার্ধের শুরুতেই এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা। ম্যাচের এক মিনিট না পেরোতেই জালে বল ফেলে প্যালেস। তবে অফসাইডে থাকায় বাতিল হয় এডি এনকেইতার সেই গোল। তবে ম্যাচের প্রথম আক্রমণেই গোল পেয়ে যায় লিভারপুল। নবম মিনিটে কোডি গাকপোর পাস থেকে গোল করেন লিভারপুলকে লিড এনে দেন দিয়োগো জতা। ১-০ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় আর্নে স্লটের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে দু’দলই আক্রমণাত্মক ভঙিতে খেলতে থাকে। তবে প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হন দু’দলের ফরোয়ার্ডরা। সমতায় ফিরতে বেশ চেষ্টা করে প্যালেস। কিন্তু অ্যালিসনকে টপকাতে পারেনি তারা। ব্রাজিলিয়ান এই গোলরক্ষক দুটি ভালো সেভ দিয়ে প্যালেসকে গোলবঞ্চিত রাখেন।

ম্যাচশেষে লিভারপুলের চিন্তা অ্যালিসন বেকারকে নিয়ে। কেননা হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তিনি। ম্যাচের ৭৯তম মিনিটে মাঠ থেকে উঠে যান এ ব্রাজিলিয়ান। সেই চোট তাকে কতদিন মাঠের বাইরে রাখবে তা এখনও অজানা।
উল্লেখ্য, এ জয়ে ৭ ম্যাচে ১৮ পয়েন্ট লিভারপুলের। টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ম্যনসিটির চেয়ে এক পয়েন্ট এগিয়ে তারা। অপরদিকে, চলতি মৌসুমে এখনও জয়ের দেখা পায়নি ক্রিস্টাল প্যালেস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়