নিজস্ব প্রতিবেদক: নবাগত স্কটল্যান্ডের বিরুদ্ধে জয়ের শুভ সূচনার পর আজ শনিবার (৫ অক্টোবর) নারী বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ৮টায় খেলা শুরু হবে আরব আমিরাতের শারজায়।
এই ইংল্যান্ড দলকে কখনোই কোনো ফরম্যাটে হারাতে পারেনি বাংলাদেশ নারী দল। শক্তিমত্তায় যোজন যোজন পিছিয়ে থাকলেও আত্মবিশ্বাসে বলিয়ান নিগার সুলতানার দল। শারজায় রাত আটটায় শুরু হবে ম্যাচটি। ঘরের মাঠের বিশ্বকাপ অন্যের মাঠে খেললেও শুরুটা দারুণ করেছে নিগার সুলতানার দল। স্কটল্যান্ডকে হারিয়ে দশ বছর আর ১৬ ম্যাচ পর টি টোয়েন্টি আসরে পেয়েছে জয়ের দেখা।
যদিও পুরনো ব্যাধি ব্যাটিং বিপর্যয় রয়েই গেছে। প্রতিপক্ষ ইংলিশরা বলে দুশ্চিন্তা আরও বেশি। কিন্তু মরুর স্লো আর স্পিন উইকেট আশা দেখাচ্ছে বাংলাদেশকে। তবে পরিসংখ্যান ইংল্যান্ডের পক্ষে। আগের ৩ টি টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে শতভাগ সাফল্য। এবার কন্ডিশন বিবেচনায় স্পিনে প্রাধান্য ইংলিশদের। শারজার ২২ গজে সাথী-মুর্শিদা-সোবহানাদের কঠিন পরীক্ষা নিতে পারেন স্পিনার সোফি এক্সেলস্টোন-সারাহ গ্লেন, চার্লি ডিন ও লিনসে স্মিথ।