শিরোনাম
◈ ভারতে শেখ হাসিনার ৭ মাস, যেসব প্রশ্নের উত্তর খুঁজছে জনগণ ◈ যে কারণে সামরিক ফ্লাইট স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ গত কয়েক দিন ধরে বেড়েছে অগ্নিদুর্ঘটনা, যে সতর্কবার্তা দিল সেনাবাহিনী ◈ লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা (ভিডিও) ◈ নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন করা হচ্ছে: শ্রম উপদেষ্টা ◈ চাঁদপুরে রমজান উপলক্ষে কার্ড ছাড়াই দেয়া হচ্ছে টিসিবির পন্য ◈ অপরাধ বৃদ্ধিতে তরুণদের মনে ক্ষোভ ও বিস্ময়! ◈ সরকারি যানবাহনের চালকরা আইন অমান্য করলেই ব্যবস্থা: গণবিজ্ঞপ্তি ◈ এবার মুশফিককে নিয়ে মাশরাফির আবেগঘন পোস্ট ◈ টাকা আদায়ে ড. ইউনূসকে চিঠি দেবেন আফ্রিদি, যা বললেন বিসিবিপ্রধান

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৪, ১১:৩৩ দুপুর
আপডেট : ০২ মার্চ, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএলের মেগা নিলামে লোকেশ রাহুল বিক্রি হবেন ১৮ কোটিতে: আকাশ চোপড়া

স্পোর্টস ডেস্ক: আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামের আগে লোকেশ রাহুলকে রিটেইন করবে কিনা সেই ব্যাপারে এখনও কিছু জানায়নি লক্ষণৌ সুপার জায়ান্টস। তবে আকাশ চোপড়ার মতে রাহুলকে রিটেইন করা উচিত লক্ষণৌর। মেগা নিলামে নাম দিলে রাহুল ১৮ কোটি রুপিতে বিক্রি হবেন বলেও ধারণা প্রকাশ করেছেন তিনি।

সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে আইপিএলে পথচলা শুরু হয়েছিলো রাহুলের। পরে গিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। এরপর পাঞ্জাব কিংস হয়ে ২০২২ সালে পা রাখেন লক্ষণৌ সুপারজায়ান্টসে। ফ্র্যাঞ্চাইজিটির জন্মলগ্ন থেকে রয়েছেন তিনি।

সামলাচ্ছেন অধিনায়কের দায়িত্ব। প্রথম দুই মৌসুমে প্লে-অফে পা রাখলেও ২০২৪ সালে সপ্তম স্থানে শেষ করেছে তারা। পারফরম্যান্স যে দলটির মালিকের মন:পুত হয়নি তা বোঝা যায় হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

সেখানকার একটি ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে ১০ উইকেটে হারের পর অধিনায়ক রাহুলকে মাঠে দাঁড়িয়েই রীতিমত ধমক দিয়েছিলেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। সেই ঘটনা ধরা পড়ে সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরায়। সেই ঘটনার পর থেকেই গুঞ্জন আছে পরবর্তী আইপিএলের আগে লক্ষণৌ ছেড়ে দেবে রাহুলকে। যদিও সেই ঘটনার পর মালিকের বাসায় দাওয়াত খেতে গিয়েছিলেন রাহুল।

লক্ষ্ণৌতে রাহুলের ভবিষ্যৎ নিয়ে আকাশ বলেন, কে এল রাহুল প্রচুর অর্থ পাবে যদি এলএসজি ওকে ‘রিটেইন’ না করে। কোনো বিচক্ষণ দল’ই কে এলকে ছাড়বে না। ও যদি আইপিএল নিলামে যোগ দেয়, নিঃসন্দেহে ১৮ কোটি রুপির বেশি পাবে।

আইপিএলের ইতিহাসের অন্যতম সেরা পারফর্মার কে এল রাহুল। ১৩২ ম্যাচে ৪৫.৪৬ গড়ে ৪৬৮৩ রান করেছেন তিনি। রয়েছে ৪ টি সেঞ্চুরি। একমাত্র ক্রিকেটার হিসেবে টানা চার মৌসুমে ৬০০ বা তার বেশী রান করার নজির রয়েছে তার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়