শিরোনাম
◈ ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশ নারী দলের একধাপ অবনমন  ◈ শৈলকুপায় মসজিদে জুতা চুরি নিয়ে সংঘর্ষে ১০ জন আহত ◈ এ বছর নির্বাচন আয়োজন কঠিন হতে পারে: রয়টার্সকে নাহিদ ◈ আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানোর কারও এখতিয়ার নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ পাকিস্তান কাশ্মীরের একাংশ ‘চুরি করেছে’, ফেরাতে চায় ভারত! ◈ চলতি বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন যারা ◈ হিযবুত তাহরীর সভা-সমাবেশ করলে ব্যবস্থা নেবে ডিএমপি ◈ এনআইডি ইসিতে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে : সিইসি ◈ যৌথ বাহিনীর অভিযানে ঢাকা মেডিক্যালে আটক অর্ধশতাধিক (ভিডিও) ◈ ক্রিকেটার স্বামীর অবসর নিয়ে ফেসবুকে স্ত্রীর প্রচারণা

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৪, ১১:৩৩ দুপুর
আপডেট : ০২ মার্চ, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএলের মেগা নিলামে লোকেশ রাহুল বিক্রি হবেন ১৮ কোটিতে: আকাশ চোপড়া

স্পোর্টস ডেস্ক: আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামের আগে লোকেশ রাহুলকে রিটেইন করবে কিনা সেই ব্যাপারে এখনও কিছু জানায়নি লক্ষণৌ সুপার জায়ান্টস। তবে আকাশ চোপড়ার মতে রাহুলকে রিটেইন করা উচিত লক্ষণৌর। মেগা নিলামে নাম দিলে রাহুল ১৮ কোটি রুপিতে বিক্রি হবেন বলেও ধারণা প্রকাশ করেছেন তিনি।

সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে আইপিএলে পথচলা শুরু হয়েছিলো রাহুলের। পরে গিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। এরপর পাঞ্জাব কিংস হয়ে ২০২২ সালে পা রাখেন লক্ষণৌ সুপারজায়ান্টসে। ফ্র্যাঞ্চাইজিটির জন্মলগ্ন থেকে রয়েছেন তিনি।

সামলাচ্ছেন অধিনায়কের দায়িত্ব। প্রথম দুই মৌসুমে প্লে-অফে পা রাখলেও ২০২৪ সালে সপ্তম স্থানে শেষ করেছে তারা। পারফরম্যান্স যে দলটির মালিকের মন:পুত হয়নি তা বোঝা যায় হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

সেখানকার একটি ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে ১০ উইকেটে হারের পর অধিনায়ক রাহুলকে মাঠে দাঁড়িয়েই রীতিমত ধমক দিয়েছিলেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। সেই ঘটনা ধরা পড়ে সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরায়। সেই ঘটনার পর থেকেই গুঞ্জন আছে পরবর্তী আইপিএলের আগে লক্ষণৌ ছেড়ে দেবে রাহুলকে। যদিও সেই ঘটনার পর মালিকের বাসায় দাওয়াত খেতে গিয়েছিলেন রাহুল।

লক্ষ্ণৌতে রাহুলের ভবিষ্যৎ নিয়ে আকাশ বলেন, কে এল রাহুল প্রচুর অর্থ পাবে যদি এলএসজি ওকে ‘রিটেইন’ না করে। কোনো বিচক্ষণ দল’ই কে এলকে ছাড়বে না। ও যদি আইপিএল নিলামে যোগ দেয়, নিঃসন্দেহে ১৮ কোটি রুপির বেশি পাবে।

আইপিএলের ইতিহাসের অন্যতম সেরা পারফর্মার কে এল রাহুল। ১৩২ ম্যাচে ৪৫.৪৬ গড়ে ৪৬৮৩ রান করেছেন তিনি। রয়েছে ৪ টি সেঞ্চুরি। একমাত্র ক্রিকেটার হিসেবে টানা চার মৌসুমে ৬০০ বা তার বেশী রান করার নজির রয়েছে তার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়