শিরোনাম
◈ ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশ নারী দলের একধাপ অবনমন  ◈ শৈলকুপায় মসজিদে জুতা চুরি নিয়ে সংঘর্ষে ১০ জন আহত ◈ এ বছর নির্বাচন আয়োজন কঠিন হতে পারে: রয়টার্সকে নাহিদ ◈ আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানোর কারও এখতিয়ার নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ পাকিস্তান কাশ্মীরের একাংশ ‘চুরি করেছে’, ফেরাতে চায় ভারত! ◈ চলতি বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন যারা ◈ হিযবুত তাহরীর সভা-সমাবেশ করলে ব্যবস্থা নেবে ডিএমপি ◈ এনআইডি ইসিতে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে : সিইসি ◈ যৌথ বাহিনীর অভিযানে ঢাকা মেডিক্যালে আটক অর্ধশতাধিক (ভিডিও) ◈ ক্রিকেটার স্বামীর অবসর নিয়ে ফেসবুকে স্ত্রীর প্রচারণা

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৪, ১০:৫৮ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-ভারত ক্রিকেটারদের সম্মানে নৈশভোজ দিচ্ছেন গোয়ালিয়রে যুবরাজ

স্পোর্টস ডেস্ক: চৌদ্দ বছর পর ভারতের ঐতিহ্যের নগরী গোয়ালিয়রে ফিরছে ক্রিকেট। আর তা স্মরণীয় করে রাখতে নানা আয়োজনের পরিকল্পনা সিনদিয়া পরিবারের। যাদের রাজত্ব এই শহরে। সেই পরিবারের যুবরাজ মহানারিয়ামান রাও সিন্দিয়া জানিয়েছেন সঙ্গীত, সংস্কৃতি আর খাবার সবকিছুই তুলে ধরা হবে ভারত ও বাংলাদেশ দলের সামনে। 

ভারতের ঐতিহাসিক শহর গোয়ালিয়র। দূর্গ, রাজপ্রাসাদ আর স্থাপত্যশৈলীর সংমিশ্রনে ঐতিহ্যের নগরী। দীর্ঘদিন পর যার সঙ্গে মিশে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। শহরের ঐতিহ্য ও সংস্কৃতি ফুটিয়ে তোলার চেষ্টা থাকবে ঐতিহাসিক ম্যাচটিতে। সঙ্গে ম্যাচের আগে কনসার্ট। যেখানে ভারতের জনপ্রিয় শিল্পীর পাশাপাশি থাকবে স্থানীয় পারফরমাররাও। এছাড়া ডিজে ও লাইট শো। মধ্যপ্রদেশ ক্রিকেট এসোসিয়েশনের বিশেষ পরিকল্পনা সরাসরি তদারকি করছে গোয়ালিয়রের রাজ পরিবার।

গোয়ালিয়রের যুবরাজ মহানারিয়ামান রাও সিন্দিয়া বলেন, ১৪ বছর পর আন্তর্জাতিক ম্যাচ হবে এখানে, আমরা সবাই রোমাঞ্চিত। সবাইকে খুশি করার জন্য যা যা করণীয় সবই চেষ্টা করবো। ম্যাচের আগে একটা অনুষ্ঠানের আয়োজন করবো। তবে সবকিছু নির্ভর করবে বিসিসিআইয়ের অনুমতির ওপর।

গোয়ালিয়রের সুস্বাদু খাবার আর সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে ভারত ও বাংলাদেশের ক্রিকেটার আহবানও জানিয়েছেন যুবরাজ। দু’দলের সম্মানে নৈশভোজের আয়োজনও করেছে।

গোয়ালিয়রের যুবরাজ আরও বলেন, অবশ্যই দু’দলের জন্য বিশেষ ডিনারের আয়োজন করতে যাচ্ছি। আশা করবো গোয়ালিয়র আর মারাঠাদের খাবার তাদের ভালো লাগবে। অনুশীলন শেষে বিশেষ ডিনারটি তাদের ক্লান্তি দূর করবে। রোববার টি টোয়েন্টি ম্যাচে দর্শকের ঢল নামবে প্রায় ৩০ হাজার আসনের স্টেডিয়ামে। তাদের জন্য বিনামূল্যে পানি, সেলফি বুথসহ থাকবে নিরাপত্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়