শিরোনাম
◈ ভারতে শেখ হাসিনার ৭ মাস, যেসব প্রশ্নের উত্তর খুঁজছে জনগণ ◈ যে কারণে সামরিক ফ্লাইট স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ গত কয়েক দিন ধরে বেড়েছে অগ্নিদুর্ঘটনা, যে সতর্কবার্তা দিল সেনাবাহিনী ◈ লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা (ভিডিও) ◈ নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন করা হচ্ছে: শ্রম উপদেষ্টা ◈ চাঁদপুরে রমজান উপলক্ষে কার্ড ছাড়াই দেয়া হচ্ছে টিসিবির পন্য ◈ অপরাধ বৃদ্ধিতে তরুণদের মনে ক্ষোভ ও বিস্ময়! ◈ সরকারি যানবাহনের চালকরা আইন অমান্য করলেই ব্যবস্থা: গণবিজ্ঞপ্তি ◈ এবার মুশফিককে নিয়ে মাশরাফির আবেগঘন পোস্ট ◈ টাকা আদায়ে ড. ইউনূসকে চিঠি দেবেন আফ্রিদি, যা বললেন বিসিবিপ্রধান

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৪, ১০:৫৮ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-ভারত ক্রিকেটারদের সম্মানে নৈশভোজ দিচ্ছেন গোয়ালিয়রে যুবরাজ

স্পোর্টস ডেস্ক: চৌদ্দ বছর পর ভারতের ঐতিহ্যের নগরী গোয়ালিয়রে ফিরছে ক্রিকেট। আর তা স্মরণীয় করে রাখতে নানা আয়োজনের পরিকল্পনা সিনদিয়া পরিবারের। যাদের রাজত্ব এই শহরে। সেই পরিবারের যুবরাজ মহানারিয়ামান রাও সিন্দিয়া জানিয়েছেন সঙ্গীত, সংস্কৃতি আর খাবার সবকিছুই তুলে ধরা হবে ভারত ও বাংলাদেশ দলের সামনে। 

ভারতের ঐতিহাসিক শহর গোয়ালিয়র। দূর্গ, রাজপ্রাসাদ আর স্থাপত্যশৈলীর সংমিশ্রনে ঐতিহ্যের নগরী। দীর্ঘদিন পর যার সঙ্গে মিশে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। শহরের ঐতিহ্য ও সংস্কৃতি ফুটিয়ে তোলার চেষ্টা থাকবে ঐতিহাসিক ম্যাচটিতে। সঙ্গে ম্যাচের আগে কনসার্ট। যেখানে ভারতের জনপ্রিয় শিল্পীর পাশাপাশি থাকবে স্থানীয় পারফরমাররাও। এছাড়া ডিজে ও লাইট শো। মধ্যপ্রদেশ ক্রিকেট এসোসিয়েশনের বিশেষ পরিকল্পনা সরাসরি তদারকি করছে গোয়ালিয়রের রাজ পরিবার।

গোয়ালিয়রের যুবরাজ মহানারিয়ামান রাও সিন্দিয়া বলেন, ১৪ বছর পর আন্তর্জাতিক ম্যাচ হবে এখানে, আমরা সবাই রোমাঞ্চিত। সবাইকে খুশি করার জন্য যা যা করণীয় সবই চেষ্টা করবো। ম্যাচের আগে একটা অনুষ্ঠানের আয়োজন করবো। তবে সবকিছু নির্ভর করবে বিসিসিআইয়ের অনুমতির ওপর।

গোয়ালিয়রের সুস্বাদু খাবার আর সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে ভারত ও বাংলাদেশের ক্রিকেটার আহবানও জানিয়েছেন যুবরাজ। দু’দলের সম্মানে নৈশভোজের আয়োজনও করেছে।

গোয়ালিয়রের যুবরাজ আরও বলেন, অবশ্যই দু’দলের জন্য বিশেষ ডিনারের আয়োজন করতে যাচ্ছি। আশা করবো গোয়ালিয়র আর মারাঠাদের খাবার তাদের ভালো লাগবে। অনুশীলন শেষে বিশেষ ডিনারটি তাদের ক্লান্তি দূর করবে। রোববার টি টোয়েন্টি ম্যাচে দর্শকের ঢল নামবে প্রায় ৩০ হাজার আসনের স্টেডিয়ামে। তাদের জন্য বিনামূল্যে পানি, সেলফি বুথসহ থাকবে নিরাপত্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়