শিরোনাম
◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ সাগর-রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ বিরলে কৃষক ভবেশের মৃত্যুর ৪ দিন পর থানায় হত্যা মামলা ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি! ◈ বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৪, ০১:৫৮ রাত
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেটে নারী পুরুষের বৈষম্য কমাতে নজর দিতে হবে: ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর বৃহস্পতিবার (৩ অক্টোবর) থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে। যদিও এ আসরটি হওয়ার কথা ছিল বাংলাদেশে। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ থেকে আসর সরিয়ে নেয় আইসিসি। বিকল্প ভেন্যুতে বিশ্বকাপ হলেও আসরটির আয়োজক বাংলাদেশকেই রেখে দেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। 

বিশ্বকাপ শুরুর আগেই আরব আমিরাত সফরে যান অন্তর্র্বতী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল। সফরে তার সঙ্গে আছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমও। পরে বৃহস্পতিবার বাংলাদেশ নারী দলের প্রথম জয় মাঠে বসে দেখেন তারা। 

সেখানে গণমাধ্যমের মুখোমুখি হন আসিফ। জানান দুবাইয়ে যাওয়ার কারণও। আসিফ মাহমুদ বলেন, যেহেতু আমরা আয়োজক সে কারণেই এখানে আসা। সেই সঙ্গে আইসিসি একাডেমি মাঠ ঘুরে দেখেছি, এখানকার যে স্পোর্টস ফ্যাসিলিটিজ আছে সেটা বাংলাদেশে কিভাবে আমরা করতে পারি সে শিক্ষাটা নিতেই মূলত এখানে আসা।  

এক দশক পর টি টোয়েন্টি বিশ্বকাপে নারীদের বিজয় মাঠে বসেই উপভোগ করেছেন উপদেষ্টা আসিফ। তাই তো বেশ উচ্ছ্বসিত তিনি। ক্রিকেটে নারী-পুরুষের বৈষম্য কমানোয় নজর দিতে চাওয়ার কথা উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, নারী ক্রিকেট দল যে অবহেলিত থাকবে না, সেটা আপনারা হয়তো আমার এখানে উপস্থিতি দেখেই বুঝতে পারবেন। নারী ক্রিকেট দলের অর্জন তুলনামূলকভাবে যেহেতু বেশি এবং আমরা আশা করছি, এই বিশ্বকাপেও তারা একটা ভালো অর্জন দেশের জন্য নিয়ে আসতে পারবে। সামনের দিনগুলোতে যেন তাদের (নারী) যথাযথ সম্মান প্রদর্শন করতে পারি, এই অভিযোগটা (অবহেলা) যেন না আসে, সেজন্য আমরা কাজ করব।

সেখানেই তিনি জানিয়েছেন, তিনিও চান সাকিব আল হাসান মিরপুরে শেষ বারের মত সাদা পোষাকে মাঠে নামুক। ক্রীড়া উপদেষ্টা বলেন, আমাদের একজন খেলোয়াড়কে অবশ্যই সর্বোচ্চ নিরাপত্তা দিব। যে কোনো ধরনের অভিযোগ থাকলে সেটা আইনি বিষয়। তাই সেটি নিয়ে আমি কোনো মন্তব্য করব না, আইন মন্ত্রণালয় এ বিষয়ে স্পষ্ট করেছে। আমিও ব্যক্তিগতভাবে চাই এরকম একজন খেলোয়াড় যার দেশের জন্য এমন অর্জন রয়েছে তিনি যেহেতু টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে চাচ্ছেন তার ফেয়ারওয়েলটা বাংলাদেশের পাক। তথ্যসূত্র, চ্যানেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়