শিরোনাম
◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত ◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৪, ০৬:৫৪ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের অভিযোগ তদন্তের ঘোষণা ফিফার

স্পোর্টস ডেস্ক: ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের অভিযোগ তদন্তের ঘোষণা ফিফার মানবাধিকার লঙ্ঘন ও বৈষম্যের অভিযোগ এনে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে (আইএফএ) নিষিদ্ধ করার দাবি তুলেছিল ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)। চার মাস পর এই অভিযোগ তদন্ত করার ঘোষণা দিয়েছে ফিফা।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে ফিফার শৃঙ্খলা কমিটিকে এই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানায় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। - অলআউট স্পোর্টস

গাজার চলমান ইসরায়েলি বাহিনীর আগ্রাসন ও নিপীড়নের প্রেক্ষিতে গত মে মাসে ইসরায়েলকে বহিষ্কার করার প্রস্তাব জানায় ফিলিস্তিন। অভিযোগে বলা হয়, আন্তর্জাতিক আইন লঙ্ঘনে ইসরায়েলি সরকারকে সহযোগিতা করছে আইএফএ। এছাড়াও আরব খেলোয়াড়দের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং ফিলিস্তিনি অঞ্চলে অবস্থিত ক্লাবগুলোকে তাদের লিগে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়। তবে এ সব অভিযোগ অস্বীকার করেছে আইএফএ।

ফিলিস্তিনের অভিযোগের আইনি মূল্যায়ন করা হবে জানিয়ে বিবৃতিতে ফিফার তরফ থেকে বলা হয়, ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক উত্থাপিত বৈষম্যের অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করতে ফিফার শৃঙ্খলা কমিটিকে দায়িত্ব দেওয়া হবে।

ফিফার গভর্নেন্স, অডিট ও কমপ্লায়েন্স কমিটিকে এই তদন্তের দায়িত্ব দেওয়া হবে। তারা ইসরায়েলি প্রতিযোগিতায় ফিলিস্তিন অঞ্চলে অবস্থিত ইসরায়েলি দলের অংশগ্রহণ নিয়ে তদন্ত করবে।

ফিফার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে পিএফএ জানায়, তারা মানবাধিকার এবং সদস্য সংগঠনগুলোর অধিকার লঙ্ঘনকারীদের শাস্তির আশা করছে। এছাড়াও এখন পর্যন্ত চলমান যুদ্ধে কমপক্ষে ৯২ জন অপেশাদার খেলোয়াড় নিহত হয়েছে। দেশটির ফুটবল অবকাঠামো ধ্বংস হয়েছে। তাদের লিগ স্থগিত হয়েছে এবং জাতীয় দলকে বিদেশে বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়