শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রসহ ৩ দেশের রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল ◈ রাষ্ট্রপতি যখন সংসদ ভেঙে দিয়েছেন, তখনই প্রধানমন্ত্রীর পদত্যাগ নিশ্চিত হয়ে গেছে: ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ◈ শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য মিথ্যাচার: আসিফ নজরুল (ভিডিও) ◈ হাসিনাকে উৎখাত করা হয়েছে, এখানে পদত্যাগপত্রের কোন ভূমিকা নেই: হাসনাত আব্দুল্লাহ ◈ আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রলীগ নেতাদের বিক্ষোভ ◈ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে একই পরিবারের ৩ জনকে হত্যা ◈ ফের রাজপথে নামার হুঁশিয়ারি সারজিসের ◈ টাঙ্গাইলের ছানোয়ার বছরে কফি উৎপাদন করেন ১ টন, রয়েছে অন্যান্য সবজিও ◈ পেনাল্টি ছাড়া রোনালদো থেকে মেসির গোল বেশি ◈ ইমার্জিং এশিয়া কাপে আফগানিস্তানের কাছে হেরে গোলো বাংলাদেশ

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৪, ১১:৪৫ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৪, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কনফারেন্স লিগে চেলসির দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক: নব্বই মিনিটের লড়াইয়ে নিরঙ্কুশ প্রাধান্য ছিলো ইংলিশ ক্লাব চেলসির। যার ফলে সহজ জয়ও পায় তারা। কনফারেন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ান ক্লাব জেন্টকে ৪-২ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাবটি।  

ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে পুরোটা সময় আধিপত্য ছিল চেলসির। ম্যাচের ১২তম মিনিটেই রেনাতোর গোলে লিড পায় চেলসি। বক্সের ডানপ্রান্ত থেকে মিখাইলো মুদরিকের ক্রস বাঁ প্রান্তে থেকে হেডে জালে জড়ান পর্তুগিজ লেফটব্যাক। ১৯ মিনিটে ডিউসবারি-হলের জোরালো শট ফিরিয়ে হতাশ করেন জেন্ট গোলরক্ষক ড্যাভি রয়েফ। প্রথমার্ধে খুব একটা আক্রমণে দেখা যায়নি জেন্টকে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে নেয় চেলসি। ৪৬তম মিনিটে দিসাসির লং পাস থেকে গোল করেন নেতো। ৫০তম মিনিটে গুওজনসেনের ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান কমান ওতানাবে। তবে চেলসিকে বেশিক্ষণ অস্বস্তিতে থাকতে হয়নি। ১২ মিনিট পর বক্সে বল পেয়ে জোরালো শটে ব্যবধান ৩-১ করে নেন এনকুনকু। ৭০তম মিনিটে ব্যবধান ৪-১ করেন ডিউসবারি-হল।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে ডিনের পাস থেকে সান্ত¡নার গোলে ব্যবধান কমিয়ে নেন জেন্টের ওমরি। ৪-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়