শিরোনাম
◈ অর্থ আত্মসাৎ অর্থ আত্মসাতের অভিযোগে যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ ◈ সেভিয়াকে হারিয়ে দুই নম্বরে উঠে এলো রিয়াল মাদ্রিদ ◈ আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়ার কতটা সুযোগ রয়েছে? ◈ অস্ট্রেলিয়ান ট্রাভিস হেড ভারতের মাথা ব্যথার কারণ  ◈ দিল্লিতে অবৈধ ১৭৫ বাংলাদেশিকে চিহ্নিত করলো পুলিশ, শহরজুড়ে তল্লাশি ◈ ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জয়কে অপ্রত্যাশিত বলছেন আলাউদ্দিন বাবু ◈ দীর্ঘ বছর ক্রিকেট খেলার পর আমাদের একটা স্টেজে আসা উচিত: কোচ সালাহউদ্দিন ◈ বীর মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা (ভিডিও) ◈ বিশেষ বিধান জারি বাংলাদেশ ব্যাংকের ◈ ২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৪, ১১:১৫ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২৪, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরাজয় থেকে রক্ষা পেলো ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক: ইউরোপা লিগে পোর্তোর জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিলো, ঠিক সেই মুহূর্তে অঘটন ঘটালেন হ্যারি ম্যাগুয়ার। শেষ মুহূর্তে গোল করে নিজের ১০ জনের দল ম্যানচেস্ট ইউনাইটেডকে পরাজয় থেকে রক্ষা করলেন। শেষ পর্যন্ত খেলা ৩-৩ গোলে ড্র মেনে মাঠ ছাড়ে উভয় দল। এর ফলে ২ ম্যাচে ২ পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলের ২১তম অবস্থানে উঠে এসেছে রেড ডেভিলরা।

এস্টাদিও দো দ্রাগাও স্টেডিয়ামে পোর্তোর মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের পাশাপাশি ইউরোপা লিগেও ছন্দে নেই রেড ডেভিলরা।

ম্যাচের শুরুতে ইউনাইটেড রক্ষণের ওপর চাপ বাড়ায় পোর্তো। তবে ম্যাচে প্রথম গোল তুলে নেয় ম্যানচেস্টার। সাত মিনিটে মার্কাস রাশফোর্ডের গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার। ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাসমশ হলান্ড। পোর্তো ব্যবধান কমায় সাতাশ মিনিটে। ব্রাজিলিয়ান পেপে সুযোগ কাজে লাগিয়ে বল জড়িয়ে দেন জালে। ৩৪ মিনিটে স্কোরলাইন ২-২ করেন ওমরদিওন।

দ্বিতীয়ার্ধে জমে যায় ম্যাচ। ৫০ মিনিটে ওমরদিওনের গোলে ৩-২ গোলে লিড নেয় পোর্তো। ৮১ মিনিটে লাল কার্ড দেখে মাঠ থেকে উঠে যেতে হয় ব্রুনো ফার্নান্দেজকে। ১০ জনের দলে পরিণত হয় ইউনাইটেড। অবশেষে খেলার ৯১ মিনিটে এরিকসনের কর্নার থেকে গোল করে রেড ডেভিলদের ১ পয়েন্ট এনে দেন হ্যারি ম্যাগুয়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়