শিরোনাম
◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে  ◈ আবারও যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিলো হাজার হাজার মানুষ

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৪, ১১:১৫ দুপুর
আপডেট : ১৮ মার্চ, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরাজয় থেকে রক্ষা পেলো ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক: ইউরোপা লিগে পোর্তোর জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিলো, ঠিক সেই মুহূর্তে অঘটন ঘটালেন হ্যারি ম্যাগুয়ার। শেষ মুহূর্তে গোল করে নিজের ১০ জনের দল ম্যানচেস্ট ইউনাইটেডকে পরাজয় থেকে রক্ষা করলেন। শেষ পর্যন্ত খেলা ৩-৩ গোলে ড্র মেনে মাঠ ছাড়ে উভয় দল। এর ফলে ২ ম্যাচে ২ পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলের ২১তম অবস্থানে উঠে এসেছে রেড ডেভিলরা।

এস্টাদিও দো দ্রাগাও স্টেডিয়ামে পোর্তোর মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের পাশাপাশি ইউরোপা লিগেও ছন্দে নেই রেড ডেভিলরা।

ম্যাচের শুরুতে ইউনাইটেড রক্ষণের ওপর চাপ বাড়ায় পোর্তো। তবে ম্যাচে প্রথম গোল তুলে নেয় ম্যানচেস্টার। সাত মিনিটে মার্কাস রাশফোর্ডের গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার। ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাসমশ হলান্ড। পোর্তো ব্যবধান কমায় সাতাশ মিনিটে। ব্রাজিলিয়ান পেপে সুযোগ কাজে লাগিয়ে বল জড়িয়ে দেন জালে। ৩৪ মিনিটে স্কোরলাইন ২-২ করেন ওমরদিওন।

দ্বিতীয়ার্ধে জমে যায় ম্যাচ। ৫০ মিনিটে ওমরদিওনের গোলে ৩-২ গোলে লিড নেয় পোর্তো। ৮১ মিনিটে লাল কার্ড দেখে মাঠ থেকে উঠে যেতে হয় ব্রুনো ফার্নান্দেজকে। ১০ জনের দলে পরিণত হয় ইউনাইটেড। অবশেষে খেলার ৯১ মিনিটে এরিকসনের কর্নার থেকে গোল করে রেড ডেভিলদের ১ পয়েন্ট এনে দেন হ্যারি ম্যাগুয়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়