শিরোনাম
◈ ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশ নারী দলের একধাপ অবনমন  ◈ শৈলকুপায় মসজিদে জুতা চুরি নিয়ে সংঘর্ষে ১০ জন আহত ◈ এ বছর নির্বাচন আয়োজন কঠিন হতে পারে: রয়টার্সকে নাহিদ ◈ আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানোর কারও এখতিয়ার নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ পাকিস্তান কাশ্মীরের একাংশ ‘চুরি করেছে’, ফেরাতে চায় ভারত! ◈ চলতি বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন যারা ◈ হিযবুত তাহরীর সভা-সমাবেশ করলে ব্যবস্থা নেবে ডিএমপি ◈ এনআইডি ইসিতে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে : সিইসি ◈ যৌথ বাহিনীর অভিযানে ঢাকা মেডিক্যালে আটক অর্ধশতাধিক (ভিডিও) ◈ ক্রিকেটার স্বামীর অবসর নিয়ে ফেসবুকে স্ত্রীর প্রচারণা

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৪, ০৫:৩১ বিকাল
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২৪, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান ও ইংল্যান্ডের তিন টেস্টেই আম্পায়ারিং করবেন বাংলাদেশের সৈকত

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড ক্রিকেট দল তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসে পাকিস্তান সফরে আসছে। সবগুলো টেস্টই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। বৃহস্পতিবার (৩ অক্টোবর) হাইভোল্টেজ এই সিরিজের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ম্যাচ অফিসিয়ালদের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তিনি তিনটি টেস্টেই আম্পায়ারিং করবেন। এর মধ্যে দুটিতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে মাঠেই থাকবেন, অন্য ম্যাচটিতে থার্ড আম্পায়ারের দায়িত্ব সামলাবেন। - ক্রিকেট পাকিস্তান

আগামী ৭ অক্টোবর মুলতানে গড়াবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। এই ম্যাচে মাঠের দুই আম্পায়ার হিসেবে থাকবেন বাংলাদেশের সৈকত এবং শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। তৃতীয় আম্পায়ারের ভূমিকায় থাকবেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফনি। চতুর্থ আম্পায়ার দায়িত্বে থাকবেন পাকিস্তানের আসিফ ইয়াকুব।

সফরের দ্বিতীয় টেস্ট ম্যাচটিও হবে মুলতানে। সেটি হবে ১৫ অক্টোবর। এ টেস্টে তৃতীয় আম্পায়ারের ভূমিকায় থাকবেন বাংলাদেশের সৈকত। মাঠের আম্পায়ার হিসেবে থাকবেন ধর্মসেনা এবং গ্যাফনি। চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন পাকিস্তানের রশিদ রিয়াজ।

সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট হবে ২৪ অক্টোবর রাওয়ালপিন্ডিতে। এই টেস্টে পুনরায় মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্বে ফিরবেন বাংলাদেশের সৈকত। তার সঙ্গী হবেন গ্যাফনি। তৃতীয় আম্পায়ারের ভূমিকায় থাকবেন ধর্মসেনা। আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন পাকিস্তানের ফয়সাল আফ্রিদি। এই পুরো সিরিজেই ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন ওয়েস্ট ইন্ডিজের স্যার রিচি রিচার্ডসন। 

চলতি বছর আইসিসির এলিট প্যানেলে যুক্ত হন সৈকত। এলিট প্যানেলে যুক্ত হওয়া প্রথম বাংলাদেশি আম্পায়ার তিনিই। এর আগে ২০০৬ সালে তিনি আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ার হন। তবে প্রথম আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার দায়িত্ব পান ২০১০ সালে। এখন পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপ, নারী বিশ্বকাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়