শিরোনাম
◈ যেসকল সেবা মেলে না এনআইডি লক হলে ◈ মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত ◈ সাংবাদিকের করা এক প্রশ্নে বাংলাদেশি নই বলা টিউলিপ বাংলাদেশের এনআইডি-পাসপোর্টধারী ◈ আর্থিক প্রতিষ্ঠানে এসি চালানো নিয়ে নতুন নির্দেশনা ◈ গাজী সালাউদ্দিন তানভীরকে দুই অভিযোগ ওঠার পর সাময়িক অব্যাহতি দিল এনসিপি ◈ আবারও স্বর্ণের দামে নতুন ইতিহাস, দেশে ভরিতে কত বাড়লো? ◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন ◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে ◈ সাকিব আল হাসা‌নের বিরুদ্ধে দুদকের কমিটি গঠন

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৪, ১১:৩২ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএলের নিলাম ভারতের বাইরে আয়োজন করতে চায় বিসিসিআই

স্পোর্টস ডেস্ক: ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে আইপিএলের মেগা নিলামের নিয়ম প্রকাশ করে দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তবে আসন্ন এই মেগা নিলাম কোথায় হবে তা নিয়ে চলছে জল্পনা। তবে বিসিসিআইয়ের পরিচালক রাজিব শুক্লার ইঙ্গিত, বিদেশেই হবে এবারের এই মেগা নিলাম।

ঠিক কোথায় হবে তা উল্লেখ করেননি শুক্লা। গত বার আইপিএলের মিনি নিলাম অনুষ্ঠিত হয়েছিল দুবাইয়ে। সেখানে আইপিএলের ম্যাচও হয়েছে বিভিন্ন সময়ে। এবারও সেই পথে হাঁটতে পারে বিসিসিআই।

শুক্লার বলেন, দেশ এবং বিদেশ দুটো বিকল্পই খোলা রয়েছে। শেষ বার দুবাইয়ে সফল ভাবে নিলাম আয়োজন করা হয়েছিল। এতে বিদেশের সমর্থকদেরও পাশে পাওয়া যায়।

শুক্লা আরও বলেন, সমর্থকদের পাশে পাওয়া দরকার। ম্যাচ আয়োজন না-ই করতে পারি। এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা যেতেই পারে। এতে সমর্থকদের উৎসাহও বাড়ে। তাই সমস্ত বিকল্পই আমাদের কাছে খোলা রয়েছে।
এবারের আইপিএলে খেলোয়াড় ধরে রাখার নিয়মে পরিবর্তন এসেছে। আগামী মেগা নিলামের আগে সবগুলো ফ্র্যাঞ্চাইজি পাঁচজন ক্রিকেটারকে রিটেইন করতে পারবে। পূর্বে মেগা নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো পুরোনো ক্রিকেটারদের মধ্য থেকে অন্তত চারজনকে ধরে রাখতে পারত।

এবার চারজনের জায়গায় পাঁচজন ক্রিকেটারকে দলে রাখতে পারবে তারা। পাশাপাশি একজন ক্রিকেটারকে আরটিএম পদ্ধতিতে দলে ভেড়াতে পারবে তারা। ইতোমধ্যেই ফ্র্যাঞ্চাইজিগুলোকে রিটেইন করা ক্রিকেটারদের তালিকা জমা দিতে নির্দেশ দিয়েছে সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়