শিরোনাম
◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে  ◈ আবারও যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিলো হাজার হাজার মানুষ

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৫১ বিকাল
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে ভুটানকে হারিয়ে সান্ত¡নার জয় পেলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: এর আগের লড়াইয়ে  দুই ম্যাচ হেরেছে বাংলাদেশ। এবার লাল-সবুজের দলটি পেলো সান্ত¡নার জয়। তাও অনেক লড়াই করে। অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে শুরুর তিন ম্যাচে সিরিয়া ও ভিয়েতনামের কাছে হার এবং গুয়ামের সঙ্গে ড্র করেছিল বাংলাদেশ। শেষ ম্যাচে তাই সান্ত¡নার জয়ের আশায় ছিল মিরাজুল-আসাদুলরা। ভুটানের বিপক্ষে ২-১ গোলের সেই জয়টাই পেয়েছে মারুফুল হকের দল।

ভিয়েতনামের হাইফোংয়ে চতুর্থ মিনিটেই আসাদুল মোল্লার দৃষ্টিনন্দন গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ডান দিকের লাইন থেকে বক্সে অনেকটা ক্রসই বাড়াতে গিয়েছিলেন এই মিডফিল্ডার। বল বাঁক না খেয়ে লাফিয়ে ওঠা গোলরক্ষককে ফাঁকি দিয়ে দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়। এগিয়ে যাওয়া বাংলাদেশ উজ্জীবিত ফুটবল খেলতে থাকে। আক্রমণে চাপে রাখে প্রতিপক্ষকে। যদিও প্রথমার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি।  

তবে বিরতি থেকে ফিরে ভুটানও চাপ দিতে থাকে। ফলে পেয়ে যায় সমতাসূচক গোল। ৭০ মিনিটে দুর্ভাগ্যের শিকার বাংলাদেশ। লম্বা ক্রস হেডে ক্লিয়ার করতে চেয়েছিলেন আসাদুল আলম সাকিব, কিন্তু বল পোস্টে লেগে জালের দিকে ছোটে, গোলরক্ষক ইশাক আখন্দ লাফিয়ে বল ক্লিয়ার করার চেষ্টা করলেও বল আগেই পেরিয়ে যায় গোললাইন।

ড্রয়ের পথেই এগোচ্ছিল ম্যাচ কিন্তু বদলি নামা মঈনুল ইসলাম মইনের একক নৈপুণ্যে দুর্দান্ত গোল পায় বাংলাদেশ। মধ্যমাঠ থেকে বল নিয়ে অনেকটা পথ এগিয়ে বক্সের সামনে থেকে বাম পায়ের নিশানায় বল জালে পাঠান এই ফরোয়ার্ড। তাতে নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের জয়।

তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপের তিনে থেকে শেষ করলো বাংলাদেশ। তিনটি ম্যাচ খেলা সিরিয়া ৯ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। ভিয়েতনামেরও পয়েন্ট তিন। তাদেরও একটি ম্যাচ বাকি আছে, প্রতিপক্ষ সিরিয়া। গ্রুপের সেরা দল নাম লেখাবে আসরের মূল পর্বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়