শিরোনাম
◈ ভারতে শেখ হাসিনার ৭ মাস, যেসব প্রশ্নের উত্তর খুঁজছে জনগণ ◈ যে কারণে সামরিক ফ্লাইট স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ গত কয়েক দিন ধরে বেড়েছে অগ্নিদুর্ঘটনা, যে সতর্কবার্তা দিল সেনাবাহিনী ◈ লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা (ভিডিও) ◈ নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন করা হচ্ছে: শ্রম উপদেষ্টা ◈ চাঁদপুরে রমজান উপলক্ষে কার্ড ছাড়াই দেয়া হচ্ছে টিসিবির পন্য ◈ অপরাধ বৃদ্ধিতে তরুণদের মনে ক্ষোভ ও বিস্ময়! ◈ সরকারি যানবাহনের চালকরা আইন অমান্য করলেই ব্যবস্থা: গণবিজ্ঞপ্তি ◈ এবার মুশফিককে নিয়ে মাশরাফির আবেগঘন পোস্ট ◈ টাকা আদায়ে ড. ইউনূসকে চিঠি দেবেন আফ্রিদি, যা বললেন বিসিবিপ্রধান

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:২১ বিকাল
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২৪, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-ভারত কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলাও হলো না

স্পোর্টস ডেস্ক: বৃষ্টির কারণে কোনো বল না গড়িয়েই শেষ হয়েছিল দ্বিতীয় দিনের খেলা। আগের রাতের বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় বিলম্বিত হতে থাকে তৃতীয় দিনের খেলাও। কিন্তু সময় মতো মাঠ না শুকানোয় কানপুরে কোনো বৃষ্টি ছাড়াই দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা।

রোববার সকালে কানপুরের গ্রিন পার্কে বৃষ্টি না হওয়ায় মাঠের কভার সরিয়ে নেওয়া হয়। রোদ উঠলেও নির্ধারিত সময়ে পুরো মাঠ খেলার উপযোগী করে তুলতে পারেনি মাঠকর্মীরা। শেষ পর্যন্ত তৃতীয় দফায় মাঠ পরিদর্শনের পর মাঠের কিছু অংশ ভেজা থাকায় বাংলাদেশ সময় দুপুর ২টা ৩২ মিনিটে দিনের খেলার ইতি টানা হয়। - অলআউট স্পোর্টস

ম্যাচে এখন পর্যন্ত কেবল প্রথম দিন খেলা হয়েছে ৩৫ ওভার। টস হেরে আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান। মুমিনুল হক ৪০ ও মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত আছেন।

এদিন বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় প্রথমবারের মতো মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। কিন্তু বিভিন্ন জায়গা তখনও না শুকানোয় খেলা শুরুর সময় ঠিক করতে পারেননি। এরপর দুপুর সাড়ে ১২টায় আরেকবার মাঠ পরিদর্শন করেন ম্যাচ পরিচালকরা।

শুরু থেকেই বাংলাদেশ-ভারতের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট প্রকৃতির বাধায় পড়ছে। প্রথম দিন নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর খেলা শুরু হয়েছিল। মধ্যাহ্ন ভোজের বিরতির পর ৯ ওভার খেলা হতে আবার বৃষ্টি নামলে আর খেলা শুরু করা যায়নি। এরপর বৃষ্টির কারণে কোনো বল ছাড়াই দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়