শিরোনাম
◈ পদত্যাগ করা সমন্বয়কদের নতুন সংগঠনের নাম ঘোষণা, বললেন আবারও রক্ত ঝরাতে প্রস্তুত ◈ ব্যয় কমাতে কমনওয়েলথ গেমস থেকে বাদ পড়লো ক্রিকেট ◈ আরেক দফা বাড়ছে নীতি সুদহার, বাড়বে সব ধরনের সুদ ◈ লন্ডনে আলিশান বাড়িতেই আছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, আমিরাতে আরও ৩০০ বাড়ির সন্ধান (ভিডিও) ◈ গাজাফেরত অনেক ইসরায়েলি সেনা আত্মহত্যা করছেন, ভুগছেন অবসাদে: সিএনএন-এর প্রতিবেদন ◈ বদলে গেল ট্রাস্ট ব্যাংকের নাম ◈ ২৫২ জন এসআইকে অব্যাহতি, ২০ বছর পর হলেও চাকরি ফেরত পাবেন তারা : আশরাফুল খোকন ◈ হাফ ভাড়া নিয়ে বিতণ্ডা, ৩০ বাস আটকালো ঢাকা কলেজ শিক্ষার্থীরা ◈ শেখ হাসিনার পদত্যাগ প্রসঙ্গ নতুন করে তোলা সন্দেহজনক : নজরুল ইসলাম খান ◈ যে কারণে ২৫২ এসআইকে অব্যাহতি দেয়া হল, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:২১ বিকাল
আপডেট : ২১ অক্টোবর, ২০২৪, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-ভারত কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলাও হলো না

স্পোর্টস ডেস্ক: বৃষ্টির কারণে কোনো বল না গড়িয়েই শেষ হয়েছিল দ্বিতীয় দিনের খেলা। আগের রাতের বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় বিলম্বিত হতে থাকে তৃতীয় দিনের খেলাও। কিন্তু সময় মতো মাঠ না শুকানোয় কানপুরে কোনো বৃষ্টি ছাড়াই দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা।

রোববার সকালে কানপুরের গ্রিন পার্কে বৃষ্টি না হওয়ায় মাঠের কভার সরিয়ে নেওয়া হয়। রোদ উঠলেও নির্ধারিত সময়ে পুরো মাঠ খেলার উপযোগী করে তুলতে পারেনি মাঠকর্মীরা। শেষ পর্যন্ত তৃতীয় দফায় মাঠ পরিদর্শনের পর মাঠের কিছু অংশ ভেজা থাকায় বাংলাদেশ সময় দুপুর ২টা ৩২ মিনিটে দিনের খেলার ইতি টানা হয়। - অলআউট স্পোর্টস

ম্যাচে এখন পর্যন্ত কেবল প্রথম দিন খেলা হয়েছে ৩৫ ওভার। টস হেরে আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান। মুমিনুল হক ৪০ ও মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত আছেন।

এদিন বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় প্রথমবারের মতো মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। কিন্তু বিভিন্ন জায়গা তখনও না শুকানোয় খেলা শুরুর সময় ঠিক করতে পারেননি। এরপর দুপুর সাড়ে ১২টায় আরেকবার মাঠ পরিদর্শন করেন ম্যাচ পরিচালকরা।

শুরু থেকেই বাংলাদেশ-ভারতের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট প্রকৃতির বাধায় পড়ছে। প্রথম দিন নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর খেলা শুরু হয়েছিল। মধ্যাহ্ন ভোজের বিরতির পর ৯ ওভার খেলা হতে আবার বৃষ্টি নামলে আর খেলা শুরু করা যায়নি। এরপর বৃষ্টির কারণে কোনো বল ছাড়াই দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়