শিরোনাম
◈ পদত্যাগ করা সমন্বয়কদের নতুন সংগঠনের নাম ঘোষণা, বললেন আবারও রক্ত ঝরাতে প্রস্তুত ◈ ব্যয় কমাতে কমনওয়েলথ গেমস থেকে বাদ পড়লো ক্রিকেট ◈ আরেক দফা বাড়ছে নীতি সুদহার, বাড়বে সব ধরনের সুদ ◈ লন্ডনে আলিশান বাড়িতেই আছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, আমিরাতে আরও ৩০০ বাড়ির সন্ধান (ভিডিও) ◈ গাজাফেরত অনেক ইসরায়েলি সেনা আত্মহত্যা করছেন, ভুগছেন অবসাদে: সিএনএন-এর প্রতিবেদন ◈ বদলে গেল ট্রাস্ট ব্যাংকের নাম ◈ ২৫২ জন এসআইকে অব্যাহতি, ২০ বছর পর হলেও চাকরি ফেরত পাবেন তারা : আশরাফুল খোকন ◈ হাফ ভাড়া নিয়ে বিতণ্ডা, ৩০ বাস আটকালো ঢাকা কলেজ শিক্ষার্থীরা ◈ শেখ হাসিনার পদত্যাগ প্রসঙ্গ নতুন করে তোলা সন্দেহজনক : নজরুল ইসলাম খান ◈ যে কারণে ২৫২ এসআইকে অব্যাহতি দেয়া হল, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০১ দুপুর
আপডেট : ২২ অক্টোবর, ২০২৪, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জয়া চাকমা পরীক্ষায় ফেল করে ফিফা রেফারি থেকে বাদ

স্পোর্টস ডেস্ক: জয়া চাকমা ২০১৯ সালে বাংলাদেশের প্রথম নারী ফিফা রেফারি হয়েছিলেন। টানা চারবার ফিফা রেফারি ব্যাজ পাওয়া সাবেক এই জাতীয় ফুটবলারের জন্য দুঃসংবাদ। ২০২৪ সালের ফিফা রেফারি পরীক্ষায় ফেল করে এবার জয়া বাদ পড়ছেন। 

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রেফারিদের দ্বিতীয়বারের মতো ফিটনেস পরীক্ষা হয় শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে। শারীরিক অসুস্থতায় এই পরীক্ষাতেও অনুত্তীর্ণ হয়েছেন জয়া। এজন্য ফিফা রেফারি হিসেবে তার নাম যাচ্ছে না বলে জানালেন রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান তৈয়ব হাসান। তিনি বলেন, ‘আজ (শনিবার) পরীক্ষার পর আমাদের রেফারিজ কমিটির সভা হয়েছে। সেখানে শুধু উত্তীর্ণদের নামই ফিফায় প্রেরণের সিদ্ধান্ত হয়েছে। - এমজমিন

গত ৬ই সেপ্টেম্বর রেফারিদের প্রথম দফার ফিটনেস পরীক্ষা হয়েছিল। সেখানে ৬ জন পুরুষ রেফারি ও সহকারী পুরুষ রেফারি পাস করেন। রেফারির কোটা চারটি হওয়ায় সবুজ ও জসীম বাদ পড়েছেন। সহকারী রেফারির কোটা অনুযায়ী ৬ জনই পাস করলেও একজনের পাসপোর্ট না থাকায় আজ আবার পরীক্ষা অনুষ্ঠিত হয়। সহকারী রেফারিদের মধ্যে একজন পাস করেছেন। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফিফায় রেফারি, সহকারী রেফারিদের নাম পাঠাতে হবে। বাফুফে একদিন আগেই তালিকা পাঠাবে বলে জানিয়ে তৈয়ব হাসান বলেন, ‘রেফারি ও সহকারী রেফারির তালিকা চূড়ান্ত করে আগামীকাল আমরা প্রেরণ করবো।’ 

নারী ফিফা রেফারি জয়া পাস না করলেও সহকারী রেফারি সালমা ফিফার তালিকায় থাকছেন। তিনি বিদেশে এএফসির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলে দেশে আর পরীক্ষা দিতে হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়