স্পোর্টস ডেস্ক: টানা চার জয়ের পর এবার হোঁচট খেলো জার্মান লিগ বুন্দেসলিগার শক্তিশালী দল বায়ার্ন মিউনিখ। দলটি ১-১ গোলে ড্র করেছে লেভারকুজেনের সঙ্গে।
বায়ার্ন মিউনিখের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায়, ম্যাচের ৩১ মিনিটে, স্বাগতিকদের হতাশ করে বায়ার লেভারকুজেন-কে ১-০ গোলে লিড এনে দেন রবার্ট এন্ডরিচ। বক্সের বাইরে থেকে জার্মান মিডফিল্ডারের নেয়া বুলেট গতির ভলিতে এগিয়ে যায় সফরকারীরা।
ঠিক ৮ মিনিট পরেই সমতায় ফেরে বায়ার্ন মিউনিখ। প্রায় ৩০ গজ দূর থেকে ডান পায়ের জোড়ালো শটে দলকে সমতায় ফেরান জার্মান মিডফিল্ডার পাভলোভিচ।
এরপর ম্যাচে গোলসংখ্যা বাড়ানোর সুযোগ এলে-ও তা লুফে নিতে পারেনি স্বাগতিকরা। তবে, ম্যাচের দ্বিতীয়ার্ধে-ও অব্যাহত থাকে লেভারকুজেনের আক্রমণের ধরা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে, পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।