শিরোনাম
◈ তিন দিনের মাথায় ফের সোনার দামে নতুন ইতিহাস ◈ পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল জগন্নাথ শিক্ষার্থীরা ◈ জামিন পেলেন সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী ◈ বুধবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে এখন পর্যন্ত উদ্যোগ নেওয়া হয়নি : প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব (ভিডিও) ◈ সেন্টমার্টিনে পর্যটকরা যেতে পারবেন, তবে থাকছে নানান বিধি নিষেধ (ভিডিও) ◈ প্রবাসী সরকার গঠন নিয়ে রাজনীতিতে নতুন আলোচনা ◈ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন সমন্বয়ক হাসনাত ◈ জীবন দিতে প্রস্তুত আছি, ফ্যাসিস্টদের উত্থান সহ্য করা হবে না: বিক্ষোভ কর্মসূচিতে সারজিস ◈ ১ কোটি ৬৩ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৪০ রাত
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৪, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃষ্টিতে বাংলাদেশ-ভারত দ্বিতীয় দিনের খেলা হলোই না

স্পোর্টস ডেস্ক: আগের দিন বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের অনেক আগেই শেষ হয়েছিল ভারতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা। এরপর রাতভর বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় দ্বিতীয় দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছিল। প্রথম সেশনের খেলা ভেস্তে যাওয়ার পর শেষ পর্যন্ত পরিত্যক্তই হলো দিনের খেলা।

শনিবার কানপুর টেস্টের দ্বিতীয় দিনের সকাল থেকেই থেমে থেমে হয়েছে বৃষ্টি। পুরো সময় মাঠ কভার দিয়ে ঢাকা ছিল। শেষ পর্যন্ত বাংলাদেশ সময় ২টা ৩৪ মিনিটে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের তৃতীয় দিনেও বৃষ্টির সম্ভাবনা আছে।

ইএসপিএন ক্রিকইনফো জানায়, সকালে গ্রিন পার্ক স্টেডিয়ামে এসেছিল বাংলাদেশ ও ভারত। তবে স্থানীয় সময় ১০টা ২০ মিনিটে ম্যাচের ভেন্যু ছেড়ে দু’দলই হোটেলে ফিরে যায়।

প্রথম দিন বৃষ্টির কারণে কেবল ৩৫ ওভারের খেলা মাঠে গড়ায়। মধ্যাহ্ন ভোজের খেলা শুরু হওয়ার ৯ ওভার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়। এর কিছুক্ষণ পর দিনের খেলার ইতি টানা হয়। ৩ উইকেটে ১০৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন মুমিনুল হক (৪০) ও মুশফিকুর রহিম (৬)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়