শিরোনাম
◈ স্বাস্থ্য উপদেষ্টার এপিএসকেও সরিয়ে দেওয়া হলো ◈ নকশা না মেনে গড়ে ওঠা রাজধানীর ৩ হাজার ৩৮২ ভবন ভাঙা হবে: রাজউক চেয়ারম্যান ◈ যেসকল সেবা মেলে না এনআইডি লক হলে ◈ মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত ◈ সাংবাদিকের করা এক প্রশ্নে বাংলাদেশি নই বলা টিউলিপ বাংলাদেশের এনআইডি-পাসপোর্টধারী ◈ আর্থিক প্রতিষ্ঠানে এসি চালানো নিয়ে নতুন নির্দেশনা ◈ গাজী সালাউদ্দিন তানভীরকে দুই অভিযোগ ওঠার পর সাময়িক অব্যাহতি দিল এনসিপি ◈ আবারও স্বর্ণের দামে নতুন ইতিহাস, দেশে ভরিতে কত বাড়লো? ◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন ◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন?

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:২৪ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাইগার রবিকে কোনো ভারতীয় আঘাত করেনি, পানিশূন্যতার ক্লান্তিকে জ্ঞান হারান: ডাক্তার

স্পোর্টস ডেস্ক: কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা। এরই মাঝেই শোনা গেলো এক অপ্রীতিকর সংবাদ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে টাইগারদের সুপার ফ্যান ‘টাইগার রবি’র ওপর কিছু ভারতীয় সমর্থক হামলা করেছে। এর ফলে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যার পর একেবারে ভিন্ন তথ্য দিলেন রবি নিজেই। ঘটনার নেপথ্যের কারণ জানালো কানপুর পুলিশও।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) প্রথম দিনের দ্বিতীয় সেশনের খেলা চলাকালীন নিজের ওপর দুপুরে ভারতীয় সমর্থকদের হামলার অভিযোগ আনেন রবি। এরপরেই তিনি অজ্ঞান হয়ে পড়েন। সেসময় তিনি জানিয়েছিলেন, তাকে পাঁজরে এবং কোমরে আঘাত করা হয়েছে। হাসপাতালে আঘাত পর্যালোচনা করতে সিটি-স্ক্যান এবং এক্স-রে পরীক্ষা করা হয়। সেখান থেকে মেলেনি আঘাতের কোনো চিহ্ন। এরপরেই জানা যায়, আঘাত নয়, মূলত পানিশূন্যতার ক্লান্তিতেই অজ্ঞান হয়ে পড়েছিলেন তিনি। যমুনানিউজ

ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ানএক্সপ্রেসে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, কানপুরের এসিপি অভিষেক পান্ডে কথা বলেছেন বিদেশি এক সমর্থকের এ ঘটনায়। তিনি বলেন, মারামারির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাকে কোনো সমর্থক আঘাত করেনি। পুলিশ এবং মেডিকেল সাপোর্ট টিম তাকে জরুরী ভিত্তিতে সহায়তা করে এবং হাসপাতালে নিয়ে যায়। সে অনেক আগের থেকে ভালো অনুভব করছে।

এদিকে বিকেলের পর সুর পাল্টেছেন রবি নিজেও। রবি ভারতীয় গণমাধ্যমে বলেছেন, আমার স্বাস্থ্যের অবনতি হয়েছিল। পুলিশ আমাকে হাসপাতালে নিয়ে এসেছে, চিকিৎসার পর আমি অনেক ভালো বোধ করছি।
উল্লেখ্য, দু’দলের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হয়েছিলো চেন্নাইতে। সেই টেস্ট চলাকালীনও ভারতীয় সমর্থকরা তাকে হেনস্তা করেছিলেন বলে অভিযোগ এনেছিলেন রবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়