শিরোনাম
◈ ভারতে শেখ হাসিনার ৭ মাস, যেসব প্রশ্নের উত্তর খুঁজছে জনগণ ◈ যে কারণে সামরিক ফ্লাইট স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ গত কয়েক দিন ধরে বেড়েছে অগ্নিদুর্ঘটনা, যে সতর্কবার্তা দিল সেনাবাহিনী ◈ লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা (ভিডিও) ◈ নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন করা হচ্ছে: শ্রম উপদেষ্টা ◈ চাঁদপুরে রমজান উপলক্ষে কার্ড ছাড়াই দেয়া হচ্ছে টিসিবির পন্য ◈ অপরাধ বৃদ্ধিতে তরুণদের মনে ক্ষোভ ও বিস্ময়! ◈ সরকারি যানবাহনের চালকরা আইন অমান্য করলেই ব্যবস্থা: গণবিজ্ঞপ্তি ◈ এবার মুশফিককে নিয়ে মাশরাফির আবেগঘন পোস্ট ◈ টাকা আদায়ে ড. ইউনূসকে চিঠি দেবেন আফ্রিদি, যা বললেন বিসিবিপ্রধান

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:১৪ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ ম্যাচে বানরের চুরি ঠেকাতে লেঙ্গুরের দ্বারস্থ মাঠ কর্তৃপক্ষ 

স্পোর্টস ডেস্ক: বেরসিক বৃষ্টিতে কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে ভারত ও বাংলাদেশের দ্বিতীয় টেস্টের প্রথমদিন শেষ হয়েছে নির্ধারিত অনেক আগেই। কয়েক দফায় বৃষ্টি হানা দিলে প্রথম দিনে ৩৫ ওভারের বেশি খেলা সম্ভব হয়নি। পুরো দিনের খেলা না হওয়ায় কাজ শেষ করে সাংবাদিকদের বেশিরভাগই তখন প্রেসবক্স থেকে বেরিয়ে গেছেন।

পড়ন্ত বিকেলে তখনই হঠাৎ করে প্রেস বক্সের সামনের জায়গায় দেখা গেলো বড় আকৃতির এক বানরকে। এমন সময় একা একা কোথা থেকে এলো সেটা অবশ্য বোঝা একটু কঠিন। সেখান থেকে একটু পর প্রেস বক্সের বিল্ডিং থেকে লাফ দিয়ে পাশের গ্যালারির দিকে চলে গেছে বানরটি। কাউকে সেভাবে জ্বালাতন করতে দেখা যায়নি। এমনকি কেউ সেই বানরকে নিয়ে অভিযোগও করেনি।

কানপুরে বানরটিকে এমন শান্ত শিষ্ট কিংবা নিষ্পাপ দেখালেও পুরোটা সময় তারা এমন থাকে না। শুনতে অদ্ভুত লাগলেও স্টেডিয়ামে প্রবেশ করা ছোট প্রকৃতির বানরদের বিপক্ষে আছে চুরির অভিযোগ। ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে সেই চুরি ঠেকাতেই আনা হয়েছে বড় বানরগুলোকে। হিন্দিতে যাদের বলা হয় লেঙ্গুর।

কানপুর স্টেডিয়ামের ঝুকিপূর্ণ ‘সি’ গ্যালারির উপরের দিকে খেলা সম্প্রচারকারী ক্যামেরা ক্রুদের জন্য একটা মঞ্চ বানানো হয়েছে। ছোট ছোট বানরদের হামলা মূলত সেদিকেই বেশি। এক অথবা এক পাল বানর আসে, ক্যামেরা ক্রুদের খাবার চুরি করে পালিয়ে যায়। এমন ঘটনা আগেও ঘটেছে কানপুরের এই মাঠে। এ কারণেই বানরের উপদ্রব ঠেকাতে এবার লেঙ্গুরের শরণাপন্ন হয়েছে এমন অভিনব পন্থার পুরো কৃতিত্ব পাচ্ছে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন।

খানিকটা হাস্যকর শোনালেও শুধুমাত্র বানরের উপদ্রব ঠেকানোর জন্যই দায়িত্ব দেয়া হয়েছে একজনকে। দায়িত্বপ্রাপ্ত সেই ব্যক্তি নিশ্চিত করেছেন লেঙ্গুর আনার কথা। সেই সাথে তিনি এও বলেছেন যে বানর সমস্যার সমাধান করতে নানা পদক্ষেপ নেয়ার কথা ভাবছে কর্তৃপক্ষ এবং লেঙ্গুর আনা তার মধ্যে একটা। এই ব্যাপারটাকে নেতিবাচকভাবে নেয়ার কিছু নেই।

খোঁজ খবর নিয়ে জানা গেছে, বানর তাড়াতে লেঙ্গরু বেশ কার্যকরী এবং এটা বেশ প্রাচীন একটা পদ্ধতি। ভারতে নানা বাগান বা ফসলের মাঠেও বানরের উপদ্রব এড়াতে লেঙ্গুর রাখা হয়। মূলত ছোট আকারের বানর বড় সাইজের লেঙ্গুর দেখলে বা তাদের ডাক শুনলে ভয়ে পালিয়ে যায়। একারণেই শুনতে হাস্যকর মনে হলেও লেঙ্গুরের শরণাপন্ন হয়েছে কানপুরের মাঠ কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়