শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন ◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে ◈ সাকিব আল হাসা‌নের বিরুদ্ধে দুদকের কমিটি গঠন ◈ বাংলা‌দে‌শের ১৯১ রান শোধ ক‌রে ৮২ রা‌নের লিড নি‌লো জিম্বাবু‌য়ে ◈ আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার ◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী!

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:১১ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কামিন্দু মেন্ডিসের কীর্তিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান পাহাড়ে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেটে অভিষেকের পর থেকেই দুর্দান্ত ছন্দে আছেন কামিন্দু মেন্ডিস। ক্যারিয়ারের সব ম্যাচেই পেয়েছেন পঞ্চাশোর্ধ রানের দেখা। নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন এই বাঁহাতি ব্যাটার। তার সঙ্গে দিনেশ চান্দিমাল ও কুশল মেন্ডিসের শতকে প্রথম ইনিংসে রান পাহাড়ে উঠেছে শ্রীলঙ্কা।

শুক্রবার গল টেস্টের দ্বিতীয় দিন ক্যারিয়ারের পঞ্চম শতক হাঁকান কামিন্দু। তার অপরাজিত ১৮২ রান ও কুশলের অপরাজিত ১০৬ রানের পর ৫ উইকেটে ৬০২ রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। - অলআউট স্পোর্টস
এখন পর্যন্ত খেলা ৮ টেস্টের প্রতিটিতেই কোনো না কোনো ইনিংসে পঞ্চাশ বা তার বেশি রানের দেখা পেলেন কামিন্দু। কেবল ১৩ ইনিংসে স্পর্শ করেছেন ১ হাজার রানের মাইলফলক। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডোনাল্ড ব্র্যাডম্যানও সমান ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন। কামিন্দুর ব্যাটিং গড় এখন ৯১ দশমিক ২৭। গড়ের দিক দিয়ে তার সামনে আছেন কেবল ব্র্যাডম্যান।

এদিন ছক্কা হাঁকিয়ে ১৯৫০ সালের পর প্রথম কোনো ব্যাটার হিসেবে এত কম ইনিংসে ১ হাজার রানের কীর্তি গড়েন কামিন্দু। এর আগে ১৯৪৯ সালে ওয়েস্ট ইন্ডিজের এভারটন উইকিস ১২ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন। সবচেয়ে কম ইনিংসে ১ হাজার রান করা ব্যাটারদের মধ্যে যৌথভাবে শীর্ষে আছেন তিনি।

এর আগে প্রথম দিন ফিফটি হাঁকিয়ে পাকিস্তানের সৌদ শাকিলের ক্যারিয়ারের প্রথম ৭ টেস্টে টানা পঞ্চাশোর্ধ রানের রেকর্ড ভাঙেন কামিন্দু। লঙ্কানদের বড় সংগ্রহের ভিত গড়ে দেন চান্দিমাল। দিমুথ কারুণারতেœ ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের সঙ্গে দুটি শতরাতের জুটি গড়েন তিনি। ১১৬ রানে এই উইকেটকিপার-ব্যাটার সাজঘরে ফিরলে দলের হাল ধরেন কামিন্দু। ম্যাথিউস ফেরেন ৮৮ রান করে।

প্রথম টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে শ্রীলঙ্কা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়