শিরোনাম
◈ ভারতে শেখ হাসিনার ৭ মাস, যেসব প্রশ্নের উত্তর খুঁজছে জনগণ ◈ যে কারণে সামরিক ফ্লাইট স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ গত কয়েক দিন ধরে বেড়েছে অগ্নিদুর্ঘটনা, যে সতর্কবার্তা দিল সেনাবাহিনী ◈ লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা (ভিডিও) ◈ নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন করা হচ্ছে: শ্রম উপদেষ্টা ◈ চাঁদপুরে রমজান উপলক্ষে কার্ড ছাড়াই দেয়া হচ্ছে টিসিবির পন্য ◈ অপরাধ বৃদ্ধিতে তরুণদের মনে ক্ষোভ ও বিস্ময়! ◈ সরকারি যানবাহনের চালকরা আইন অমান্য করলেই ব্যবস্থা: গণবিজ্ঞপ্তি ◈ এবার মুশফিককে নিয়ে মাশরাফির আবেগঘন পোস্ট ◈ টাকা আদায়ে ড. ইউনূসকে চিঠি দেবেন আফ্রিদি, যা বললেন বিসিবিপ্রধান

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৩৬ বিকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ আফ্রিকা হ্যাটট্রিক সিরিজ জয়ের লক্ষ্যে রাতে আয়ারল্যান্ডের মুখোমুখি

স্পোর্টস ডেস্ক: চার বছরে তৃতীয়বার দ্বিপাক্ষীক টি-টোয়েন্টি সিরিজে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা-আয়ারল্যান্ড। আবুধাবিতে  থেকে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে দু’দল। 

আয়ারল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য দক্ষিণ আফ্রিকার। অন্যদিকে জয়খরা কাটানোর মিশন নিয়ে প্রোটিয়াদের মুখোমুখি হচ্ছে আইরিশরা। বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। 

২০২১ সালে প্রথম দ্বিপাক্ষীক টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিলো দক্ষিণ আফ্রিকা-আয়ারল্যান্ড। সফরকারী হিসেবে আইরিশদের মাঠে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিলো প্রোটিয়ারা। এরপর ২০২২ সালে ইংল্যান্ডের মাঠে দুই ম্যাচের সিরিজে আয়ারল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়েছিলো দক্ষিণ আফ্রিকা। গত বছর কোন সিরিজ না খেললেও এ বছর আবারও মুখোমুখি হচ্ছে দু’দল। - চ্যানেল২৪

প্রথম সারির বেশ কিছু ক্রিকেটারকে বিশ্রামে রেখে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। বিশ্রাম দেওয়া হয়েছে কাগিসো রাবাদা, কেশব মহারাজ, এনরিচ নর্টি, মার্কো জানসেন, তাবরাইজ শামসি, ডেভিড মিলার, জেরাল্ড কোয়েৎজি ও হেনরিচ ক্লাসেনকে। 

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন আইডেন মার্করাম, রেজা হেনড্রিকস ও রায়ান রিকেলটন। দলকে নেতৃত্ব দিবেন মার্করাম। তিনি বলেন, ‘এই সিরিজের জন্য তারুণ্য নির্ভর দল পেয়েছি আমরা। নিজেদের প্রমানের এটাই সেরা সুযোগ তরুণদের। আশা করছি সিরিজটি ভালো কাটবে। আয়ারল্যান্ডের বিপক্ষে শতভাগ সাফল্য ধরে রাখতে বদ্ধপরিকর আমরা।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক ও ওপেনার অ্যান্ড্রু বালবির্নি। গত দুই বছর ধরে ব্যাট হাতে নিজের সেরাটা দিতে পারছেন না তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১১০ ম্যাচে ১২টি হাফ-সেঞ্চুরিতে ২,৩৯২ রান আছে তার। বালবির্নি বাদ পড়ায় পল স্ট্রার্লিংয়ের সাথে ইনিংস শুরু করবেন লরকান টাকার। 

আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং বলেন, ‘টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমাদের জয় নেই। আমি মনে করি এবার জয়খরা কাটানোর ভালো সুযোগ আমাদের সামনে। কারন প্রথম সারির অনেকেই দক্ষিণ আফ্রিকা দলে নেই।

চলতি সপ্তাহেই শারজাহতে আফগানিস্তানের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি শেষে আয়ারল্যান্ডের সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে প্রোটিয়ারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়