শিরোনাম
◈ ড. ইউনূসের মেডিকেল টিম নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ ◈ হাসিনার পদত্যাগ: সুপ্রিম কোর্টের স্পেশাল রেফারেন্সে যা ছিলো ◈ সৌদি আরব বৈদ্যুতিক জেট পরিষেবা চালু করছে হজ যাত্রীদের জন্য  ◈ সমন্বয়কদের আশ্বাসে বঙ্গভবন এলাকা ছাড়ছেন আন্দোলনকারীরা, নিরাপত্তা জোরদার ◈ ‘ডেঞ্জার অ্যালার্ট’, ঘূর্ণিঝড় ডানা ধেয়ে আসছে! ◈ বঙ্গভবনের সামনে পুলিশের ওপর চড়াও হল বিক্ষোভকারীরা, অস্ত্র ফেলে চলে যায় পুলিশ (ভিডিও) ◈ ভারতে একদিনে ৫৪ বাংলাদেশিকে গ্রেপ্তার ◈ মালয়েশিয়ায় ন্যানো স্যাটেলাইট আবিষ্কার করলেন বাংলাদেশি গবেষক তারিকুল ◈ প্রধান বিচারপতির সঙ্গে আইন ও তথ্য উপদেষ্টার বৈঠক ◈ অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হলো যাদের জন্য 

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৩৯ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৪, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শনিবার সাফ ফুটবলের সেমিফাইনালে পাকিস্তানের মোকাবিলা করবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: গত মঙ্গলবারই নিশ্চিত হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল চলমান সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলার। বুধবার জানা যায় তাদের প্রতিপক্ষের নামও। ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে খেলবে লাল-সবুজের জার্সিধারীরা। বুধবার ‘বি’ গ্রæপের সব ম্যাচ শেষ হওয়ার পর সেমির লাইনআপ চূড়ান্ত হয়।

বুধবার  ‘বি’ গ্রæপে ছিল দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে ৫-১ গোলে শ্রীলঙ্কাকে হারায় পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ভুটানকে ২-১ গোলে হারায় নেপাল। ভুটান নেপালের কাছে হেরে যাওয়ায় পাকিস্তানের শীর্ষস্থান নিশ্চিত হয়েছে।

ভুটানে চলমান সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে গ্রæপ পর্বে কোনো ম্যাচই জেতেনি বাংলাদেশ। ‘এ’ গ্রæপে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ১-০ গোলে হারের পর মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা। এরপর গ্রæপের শেষ ম্যাচে মালদ্বীপ ভারতের কাছে ৩-০ গোলে হেরে যাওয়ায় সেমি নিশ্চিত হয় বাংলাদেশের।

দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ভারত ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন। বাংলাদেশ ও মালদ্বীপের সংগ্রহ ২ ম্যাচে সমান ১ পয়েন্ট করে। কিন্তু মালদ্বীপ ভারতের কাছে ৩-০ গোলে হেরে যাওয়ায় গোল গড়ে (-৩) বাংলাদেশের নিচে নেমে যায়। এই সমীকরণে তিন দলের গ্রæপে রানার্সআপ হয় বাংলাদেশ।

সেমিফাইনালে আগামী ২৮ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়