নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান অবসরের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে এখন দলের সাথে ভারতের উত্তর প্রদেশের কানপুরে অবস্থান করছেন তিনি। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সেখানেই এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
সাকিব বলেছেন, অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনুষ্ঠিতব্য সিরিজ খেলেই টেস্ট থেকে অবসরে যাবেন তিনি। তবে সার্বিক অবস্থার প্রেক্ষাপটে দেশে ফিরতে পারলে মিরপুরের হোম অব ক্রিকেটে একটি ম্যাচ খেলে সাদা পোশাকের এই সংস্করণ থেকে অবসরে যাবেন তিনি।
তিনি আরও জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচই ছিলো এ সংস্করণে তার শেষ ম্যাচ। তবে খেলে যাবেন ওয়ানডে। আগামী বছরের ফেব্রæয়ারিতে পাকিস্তান হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকেও অবসরে যাবেন সাকিব।