শিরোনাম
◈ স্বাস্থ্য উপদেষ্টার এপিএসকেও সরিয়ে দেওয়া হলো ◈ নকশা না মেনে গড়ে ওঠা রাজধানীর ৩ হাজার ৩৮২ ভবন ভাঙা হবে: রাজউক চেয়ারম্যান ◈ যেসকল সেবা মেলে না এনআইডি লক হলে ◈ মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত ◈ সাংবাদিকের করা এক প্রশ্নে বাংলাদেশি নই বলা টিউলিপ বাংলাদেশের এনআইডি-পাসপোর্টধারী ◈ আর্থিক প্রতিষ্ঠানে এসি চালানো নিয়ে নতুন নির্দেশনা ◈ গাজী সালাউদ্দিন তানভীরকে দুই অভিযোগ ওঠার পর সাময়িক অব্যাহতি দিল এনসিপি ◈ আবারও স্বর্ণের দামে নতুন ইতিহাস, দেশে ভরিতে কত বাড়লো? ◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন ◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন?

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:০৬ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরে ভাই এটা ভারত, পাকিস্তান নয়, বাংলাদেশ দলকে বাসিত আলীর খোঁচা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজ হারের পর দুঃখের সাগরে ভাসছে পাকিস্তান। বিশেষ করে সাবেক ক্রিকেটাররা যেনো এ হার মেনে নিতে পারছেন না। ভারতের কাছে প্রথম টেস্ট হারের পর সাবেক ক্রিকেটার বাসিত আলি তো খোঁচাই মেরে দিলেন বাংলাদেশ দলটাকে। তিনি বলেছেন, এটা ভারত, পাকিস্তান নয়।

নিজের ইউটিউব চ্যানেলে বাসিত আলী বলেন, শান্ত ২-০ ব্যবধানে ভারতকে হারানোর কথা বলেছিল। আরে ভাই, এটা পাকিস্তান নয়। পাকিস্তানে যারা রান করেছে, চেন্নাই টেস্টে তারা নিষ্প্রভ ছিল। জাকির ও সাদমানকে আরও বড় ইনিংস খেলতে হবে।

তিনি আরও বলেছেন, বাংলাদেশ-পাকিস্তানে যতটা পার্থক্য, ভারত-বাংলাদেশে ততটা পার্থক্য। টস জিতে কেন বোলিং নিয়েছিলেন? মনে রাখবেন, যে দল টেস্টের প্রথম দুই ঘণ্টার ফায়দা লুটতে চায়, তারা জিতবে না। শেষপর্যন্ত লড়াই করে জিততে হয়। ৫-৬ বছর আমি পাকিস্তানকে কোচিং করিয়েছি। কখনো টেস্টে টস জিতে বোলিং করতে দেইনি। এমন যদি হতো উইকেটে প্রচুর পরিমাণ ঘাস আছে।

বাসিত আলী বলেন, ৫ বোলার খেলানোর ফায়দা এবার বোঝা গেল। তারাই ম্যাচ উইনার। গম্ভীর কী বলেছিল মনে আছে? আমার ২০ উইকেট চাই। ভারতের উইকেট পড়েছে ১৪টি, বাংলাদেশের ২০টি। পার্থক্য বোঝা যাচ্ছে তো?
পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারের মতে, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা পাকিস্তানে দুর্দান্ত বল করেছে। হাসান ও তাসকিন প্রথম ইনিংসে বেশ ভালো বল করেছে। টপ ক্লাস বোলিংয়ে উইকেট নিয়েছে। দ্বিতীয় ইনিংসে দুজন মাত্র ১৩ ওভার করল, হয়তো ইনজুরির ভয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়