শিরোনাম
◈ ভারতে শেখ হাসিনার ৭ মাস, যেসব প্রশ্নের উত্তর খুঁজছে জনগণ ◈ যে কারণে সামরিক ফ্লাইট স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ গত কয়েক দিন ধরে বেড়েছে অগ্নিদুর্ঘটনা, যে সতর্কবার্তা দিল সেনাবাহিনী ◈ লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা (ভিডিও) ◈ নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন করা হচ্ছে: শ্রম উপদেষ্টা ◈ চাঁদপুরে রমজান উপলক্ষে কার্ড ছাড়াই দেয়া হচ্ছে টিসিবির পন্য ◈ অপরাধ বৃদ্ধিতে তরুণদের মনে ক্ষোভ ও বিস্ময়! ◈ সরকারি যানবাহনের চালকরা আইন অমান্য করলেই ব্যবস্থা: গণবিজ্ঞপ্তি ◈ এবার মুশফিককে নিয়ে মাশরাফির আবেগঘন পোস্ট ◈ টাকা আদায়ে ড. ইউনূসকে চিঠি দেবেন আফ্রিদি, যা বললেন বিসিবিপ্রধান

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:০৪ দুপুর
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি ম্যাচের দিন হিন্দু মহাসভার ধর্মঘটের ডাক

স্পোর্টস ডেস্ক:  কানপুর টেস্টের পর এবার টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ নিয়েও বাংলাদেশকে হুমকি দিলো অখিল ভারত হিন্দু মহাসভা। ভারতের বিরুদ্ধে চলমান টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজ খেলতে গোয়ালিয়রে যাবেন নাজমুল হোসেন শান্ত, রোহিত শর্মারা। বাংলাদেশে বেশ কিছু হিন্দুদের ওপর নির্যাতনকে কেন্দ্র করে আগেই পিচ কুপিয়ে নষ্ট করার হুমকি দিয়েছিল অখিল ভারত হিন্দু মহাসভা। বাংলাদেশের বিরোধিতা করে ম্যাচ বানচালে ৬ অক্টোবর গোয়ালিয়র  ‘বনধ’ বা ধর্মঘটের ডাক দিয়েছে ভারতীয় এই ধর্মীয় সংগঠন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এমনটিই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম পিটিআই। হিন্দু মহাসভার সহ-সভাপতি ড. জয়বীর ভরদ্বাজ জানিয়েছেন, যেকোনো মূল্যে তারা গোয়ালিয়রে ম্যাচ অনুষ্ঠিত হতে দেবে না।

সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট জয়বীর ভরদ্বাজ বলেছেন, হিন্দু মহাসভা ম্যাচের দিন গোয়ালিয়রে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় বিষয় কর্মসূচির আওতামুক্ত। গতকাল অবশ্য এর প্রতিক্রিয়া দেখায় তারা। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে হওয়ার কথা দ্বিতীয় টেস্ট। সেখানে এক রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ করে হিন্দু মহাসভার লোকজন।

যে কারণে সংগঠনটির ২০ সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। এছাড়া ২৭ সেপ্টেম্বরের টেস্ট ঘিরে কড়া নিরাপত্তার কথা জানিয়েছেন এসিপি হরিশ চান্দার। কানপুরের এসিপি বলেছেন, আমরা নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করছি। যেন কোনো বাধা পেতে না হয়। প্রয়োজনীয়তা পূরণের জন্য পর্যাপ্ত পুলিশ নিয়োজিত রাখতে পারব বলে আমরা আত্মবিশ্বাসী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়