শিরোনাম
◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে ◈ সাকিব আল হাসা‌নের বিরুদ্ধে দুদকের কমিটি গঠন ◈ বাংলা‌দে‌শের ১৯১ রান শোধ ক‌রে ৮২ রা‌নের লিড নি‌লো জিম্বাবু‌য়ে ◈ আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার ◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী! ◈ বাংলাদেশ চীন সম্পর্কে কিছুতেই অস্বস্তি কাটছে না ভারতের!

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ১১:২৫ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সঞ্জয় মাঞ্জরেকার কানপুর টেস্টে বাংলাদেশ একাদশে তাইজুলকে চান 

স্পোর্টস ডেস্ক: রাওয়ালপিন্ডির সুখ-স্মৃতি নিয়ে ভারতে পাড়ি জমিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট সিরিজে পাকিস্তানকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশের অর্জন অনুপ্রেরণা ছিল টাইগারদের জন্য। তবে ভারতে সিরিজের প্রথম টেস্টেই ধরাসায়ী চান্দিকা হাথুরুসিংহের শিষ্যরা। তিন পেসার খেলিয়েও কাক্সিক্ষত সাফল্য না পাওয়ায় হতাশ পুরো দল।

রানের বিচারে ২৮০ রানের হার ভারতের বিপক্ষে সবচেয়ে বড় ব্যবধানে হারের রেকর্ড টাইগারদের। বোলিং-ব্যাটিং কোনো বিভাগেই খুব একটা স্বাচ্ছন্দ্যে দেখা যায়নি নাজমুল শান্ত’র দলকে। এমন পরিস্থিতি থেকে উঠে আসতে কানপুর টেস্টে এক পেসার কমিয়ে বাড়তি স্পিনার খেলানোর পরামর্শ দিয়েছেন সঞ্জয় মাঞ্জরেকার। সাকিব-মিরাজের পাশাপাশি তাইজুল ইসলাম টাইগার বোলিং অ্যাটাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মনে করেন এই সাবেক ভারতীয় ব্যাটার।

সঞ্জয় মাঞ্জরেকার বলেন, টার্নিং উইকেটে ভারতকে চাপে ফেলার ক্ষমতা আছে তাইজুলের। রোহিত-ভিরাটদের আটকাতে তিন পেসার খেলানোটা আদর্শ মনে হচ্ছে না। গ্রিন টপে খেললেও তৃতীয় বা চতুর্থ দিনে গিয়ে পিচ টার্ন করবে। সেক্ষেত্রে দুই পেসারই যথেষ্ট। আমার মনে হয় তাইজুলের একাদশে ফেরা উচিত।

দীর্ঘ দিন ধরে টেস্ট খেললেও এখনও ধারাবাহিক নয় টাইগারদের পারফরমেন্স। ব্যাটে-বলে এর প্রভাব স্পষ্টভাবে ফুটে উঠছে। তাই উন্নতির জন্য ক্রিকেটারদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন সঞ্জয় মাঞ্জরেকার। তিনি বলেন, সাকিব-মুশফিকরা অনেকদিন ধরে ক্রিকেট খেলছে। তাদের কাছ থেকে প্রত্যাশাটাও বেশি থাকা স্বাভবিক। বড় দলগুলোর সাথে খেলার সময় তাদের আরও মানসিকভাবে শক্ত হওয়া দরকার। লিটন দাসদেরও দায়িত্ব নিতে হবে। তবে পেস ইউনিট আলো ছড়ালেও স্পিনেও ধারাবাহিকতা প্রয়োজন।

টেস্ট ম্যাচে ধৈর্য ধরে শেষ পর্যন্ত খেলার প্রতি তাগিদ দেন সঞ্জয় মাঞ্জরেকার। সেই সাথে মানসিক শক্তি বাড়াতে বাড়তি নজর দেয়ার পরামর্শ দেন এই ধারাভাষ্যকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়