শিরোনাম
◈ বঙ্গভবনের আজকের পরিস্থিতি যা জানা গেল ◈ বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে আফগানিস্তানের দল ঘোষণা ◈ দুই গোলে পিছিয়ে থেকেও রিয়াল মাদ্রিদ হারালো বরুশিয়া ডর্টমুন্ডকে ◈ শ্রীলঙ্কার কাছে হেরে ইমার্জিং এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায় ◈ মেসির শরীরে লাগানো ক্যামেরায় খেলা লাইভস্ট্রিম হবে! ◈ আইজিপির কাছে পাঠানো হয়েছে হাসিনাসহ ৪৬ জনের গ্রেপ্তারি পরোয়ানা : চিফ প্রসিকিউটর ◈ সাগরে ঘূর্ণিঝড়, দেশের সব সমুদ্র বন্দরে দুই নম্বর সতর্ক সংকেত ◈ সরকারি কাজের গতি বাড়াতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৫ নির্দেশনা ◈ ড. ইউনূসের মেডিকেল টিম নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ ◈ হাসিনার পদত্যাগ: সুপ্রিম কোর্টের স্পেশাল রেফারেন্সে যা ছিলো

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:০২ রাত
আপডেট : ২২ অক্টোবর, ২০২৪, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লোকেশ রাহুল নিজের প্রতিভা বুঝতে পারছেন না, ধারণা রবি শাস্ত্রীর

স্পোর্টস ডেস্ক: সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দলে জায়গা হয়নি লোকেশ রাহুলের। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে সীমিত ওভারের ক্রিকেটে ফিরেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। লাল বলের ক্রিকেটে ফিরেছেন বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্ট দিয়ে।

লঙ্কানদের বিপক্ষে দুই ওয়ানডেতে ০ ও ৩১ রানের ইনিংস খেলেছিলেন রাহুল বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টে ১৬ ও ২২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন এই ভারতীয় ব্যাটার। এমন পারফরম্যান্সের পর ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী মনে করেন রাহুল এখনও নিজের প্রতিভা সম্পর্কে অজ্ঞ। - ক্রিকফ্রেঞ্জি

নিজের প্রতিভা যখন বুঝতে পারবেন রাহুল তখন ভিন্নরকম ক্রিকেটার হিসেবে নিজেকে প্রকাশ করতে পারবেন বলে মনে করেন রাহুল। শাস্ত্রী বলেছেন, লোকেশ রাহুলকে সবার আগে বুঝতে হবে যে তার মধ্যে ঠিক কতটা প্রতিভা রয়েছে। যেদিন সে সেটা বুঝতে পেরে খেলতে আসবে, সেদিন থেকে তার মানসিকতাও বদল হবে। তখন ওকে অন্যরকম ক্রিকেটার হিসেবে দেখা যাবে।

আরেক প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরও কদিন আগেই বলেছিলেন লোকেশ রাহুলের খারাপ পারফরম্যান্সের কারণ হচ্ছে তার টেম্পারমেন্টের অভাব। রাহুলের সাম্প্রতিক সময়ের খেলা দেখে মাঞ্জরেকারের মনে হয়েছে উদেশ্যহীন ক্রিকেট খেলছেন এই ব্যাটার।

মাঞ্জরেকার বলেছিলেন, নিজের মানসিকতায় বদল এনে আমিও যখন কেরিয়ারের দ্বিতীয় ভাগে খেলতাম তখন ভেবে নিয়ে যেতাম যে কোন ধরণের বল আসলে, কিভাবে ঠিক খেলব। রাহুলের ক্ষেত্রে এটা একদমই টেম্পারমেন্টের সমস্যা। কারণ ও ৫০টা টেস্ট ম্যাচ খেলেছে।

তিনি আরও বলেছিলেন, অনেকগুলো দুর্দান্ত সেঞ্চুরিও রয়েছে, কিন্তু গড় মাত্র ৩৪। একটা দুটো শতরান হলে আলাদা ব্যাপার ছিল, কিন্তু অনেকগুলো যখন সেঞ্চুরি রয়েছে তার মানে এটা একান্তই তার স্নায়ুচাপের ব্যাপার। এটা নিজে বদল করতে পারলেই খেলায় ফিরবে রাহুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়