শিরোনাম
◈ রাজধানীর গাবতলীতে শাহী মসজিদ বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট (ভিডিও) ◈ বাংলাদেশি ৫৬ জেলেকে ধরে নিয়ে গেছে 'আরাকান আর্মি' ◈ শেখ হাসিনার জন্য ভারত ঠিক কতদূর যেতে রাজি? ◈ সারজিস আলমের ওপর হামলার অভিযোগ (ভিডিও) ◈ বাংলাদেশের অবৈধ নাগরিকদেরও ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র ◈ যেভাবে গ্রেফতার হলেন সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার ◈ প্রথম দ্বিপক্ষীয় সফরে চীন যাচ্ছেন ড. ইউনূস: বৈঠকে গুরুত্ব পাবে যেসব বিষয়  ◈ জেনেভায় জাতিসংঘের ব্রিফিংয়ে মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ, যা বললেন তিনি (ভিডিও) ◈ ভোটের অধিকারের ব্যাপারে আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ: জেনেভায় আসিফ নজরুল ◈ হাসপাতালে কেমন আছেন মির্জা ফখরুল, যা জানা গেল

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:০২ রাত
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লোকেশ রাহুল নিজের প্রতিভা বুঝতে পারছেন না, ধারণা রবি শাস্ত্রীর

স্পোর্টস ডেস্ক: সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দলে জায়গা হয়নি লোকেশ রাহুলের। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে সীমিত ওভারের ক্রিকেটে ফিরেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। লাল বলের ক্রিকেটে ফিরেছেন বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্ট দিয়ে।

লঙ্কানদের বিপক্ষে দুই ওয়ানডেতে ০ ও ৩১ রানের ইনিংস খেলেছিলেন রাহুল বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টে ১৬ ও ২২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন এই ভারতীয় ব্যাটার। এমন পারফরম্যান্সের পর ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী মনে করেন রাহুল এখনও নিজের প্রতিভা সম্পর্কে অজ্ঞ। - ক্রিকফ্রেঞ্জি

নিজের প্রতিভা যখন বুঝতে পারবেন রাহুল তখন ভিন্নরকম ক্রিকেটার হিসেবে নিজেকে প্রকাশ করতে পারবেন বলে মনে করেন রাহুল। শাস্ত্রী বলেছেন, লোকেশ রাহুলকে সবার আগে বুঝতে হবে যে তার মধ্যে ঠিক কতটা প্রতিভা রয়েছে। যেদিন সে সেটা বুঝতে পেরে খেলতে আসবে, সেদিন থেকে তার মানসিকতাও বদল হবে। তখন ওকে অন্যরকম ক্রিকেটার হিসেবে দেখা যাবে।

আরেক প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরও কদিন আগেই বলেছিলেন লোকেশ রাহুলের খারাপ পারফরম্যান্সের কারণ হচ্ছে তার টেম্পারমেন্টের অভাব। রাহুলের সাম্প্রতিক সময়ের খেলা দেখে মাঞ্জরেকারের মনে হয়েছে উদেশ্যহীন ক্রিকেট খেলছেন এই ব্যাটার।

মাঞ্জরেকার বলেছিলেন, নিজের মানসিকতায় বদল এনে আমিও যখন কেরিয়ারের দ্বিতীয় ভাগে খেলতাম তখন ভেবে নিয়ে যেতাম যে কোন ধরণের বল আসলে, কিভাবে ঠিক খেলব। রাহুলের ক্ষেত্রে এটা একদমই টেম্পারমেন্টের সমস্যা। কারণ ও ৫০টা টেস্ট ম্যাচ খেলেছে।

তিনি আরও বলেছিলেন, অনেকগুলো দুর্দান্ত সেঞ্চুরিও রয়েছে, কিন্তু গড় মাত্র ৩৪। একটা দুটো শতরান হলে আলাদা ব্যাপার ছিল, কিন্তু অনেকগুলো যখন সেঞ্চুরি রয়েছে তার মানে এটা একান্তই তার স্নায়ুচাপের ব্যাপার। এটা নিজে বদল করতে পারলেই খেলায় ফিরবে রাহুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়