শিরোনাম
◈ আদালতে  শাজাহান খানের নালিশ ◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে 

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫৩ দুপুর
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুটসাল বিশ্বকাপে অ্যাঙ্গোলাকে ৯ গোলে হারালো  আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসরের গ্রুপ ‘সি’ থেকে নিজেদের শেষ ম্যাচে জমজমাট লড়াই শেষে প্রতিপক্ষ অ্যাঙ্গোলকে ৯ গোলে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা। যারা কিনা আগের আসরের রানার্সআপ। এ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে উঠেছে আলবিসেলেস্তেরা। গ্রুপ ‘সি’ থেকে শেষ ষোলোতে গিয়েছে ইউক্রেন। ইতোমধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে উঠেছে। 

শনিবার (২১ সেপ্টেম্বর) গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ সময় রাতে মুখোমুখি হয় অ্যাঙ্গোলার। ম্যাচটিতে আর্জেন্টিনা ৯-৫ গোলে জয়লাভ করে। আর্জেন্টিনার হয়ে অ্যালান ব্র্যান্ডি হ্যাটট্রিকসহ ৫ গোল করেন, একটি করে গোল করেন অ্যাঞ্জেল ক্লাউদিনো, লুকাস ত্রিপোদি, ক্যাভিন অ্যারিয়েটা ও ক্রিশ্চিয়ান বুরুতো। অ্যাঙ্গোলর হয়ে জো হ্যাটট্রিক করেন। একটি গোল করেন অ্যাডেরিটো আরেকটি গোল আসে আত্মঘাতী। 

আর্জেন্টিনা প্রতিপক্ষে গোল মুখে ৪১টি শট করে, ১৭টি ছিল লক্ষ্যে রেখে ৯ গোল আদায় করে নেয়। অন্যদিকে অ্যাঙ্গোলা ৩১টি শট করে ১৬টি লক্ষ্যে রেখে ৫ গোল আদায় করে। 

ম্যাচের ২ মিনিটের মধ্যে জোড়া গোল করে অ্যাঙ্গোলাকে লিড এনে দেন জো। এরপর ৭ মিনিটে আর্জেন্টিনার হয়ে একটি গোল শোধ করেন অ্যালান ব্র্যান্ডি। ম্যাচের ১০ম মিনিটে অ্যাঙ্গোলার লিড ৩ এ নিয়ে যান জো। এরপর ১৩তম মিনিটে আর্জেন্টিনার হয় দ্বিতীয় গোল করেন ক্রিশ্চিয়ান বুরুতো। ১৭ ও ১৮তম মিনিটে আলবিসেলেস্তেদের হয়ে আরও দুটি গোল করেন অ্যালান ব্র্যান্ডি ও ক্যাভিন অ্যারিয়েটা। 

ম্যাচের ৩১তম মিনিটে আর্জেন্টিনার লুকাস ত্রিপোদি গোল করে আর্জেন্টিনার লিড ৫-৩ করেন। তবে দুই মিনিট পর আর্জেন্টিনার অ্যাঞ্জেল ক্লাউদিনো আত্মঘাতী গোল করে বসলে ম্যাচের রেজাল্ট গিয়ে দাঁড়ায় ৫-৪ এ। তবে এক মিনিট পর অ্যাঞ্জেল ক্লাউদিনো আরেকটি গোল করে আর্জেন্টিনার লিড ৬-৪ করেন। কিছুক্ষণ পর অ্যাঙ্গোলার হয়ে গোল করেন অ্যাডেরিটো। এতে ম্যাচের রেজাল্ট দাঁড়ায় ৬-৫ এ। কিন্তু এরপর ৩ মিনিটের মধ্যে তিন গোল করে বড় ব্যবধানে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন অ্যালান ব্র্যান্ডি। 

২৪ দলের এই আসরে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রার্নাসআপ দল জায়গা পাবে শেষ ষোলোতে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়