শিরোনাম
◈ আদালতে  শাজাহান খানের নালিশ ◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে 

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪৫ দুপুর
আপডেট : ০১ জানুয়ারী, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসি ও সুয়ারেজ জেতাতে পারেনি ইন্টার মায়ামিকে

স্পোর্টস ডেস্ক: দুই কুশলী খেলোয়াড় লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ দলে থাকার পরেও জয়ের দেখা পেলো না ইন্টার মায়ামি। ম্যাচটি ড্র হয়েছে। এতে পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়তে হয়েছে মায়ামিকে। এ দুই তারকা মাঠে থাকলেও খুব বেশি প্রভাব ফেলতে পারেননি প্রতিপক্ষের ওপর। পয়েন্ট ভাগ করলেও টেবিলের শীর্ষে অবস্থান তাদের।
শনিবার (২১ সেপ্টেম্বর) ইয়াঙ্কি স্টেডিয়ামে নিউইয়র্ক সিটির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। এই ম্যাচে খেললেও গোল পাননি মেসি। মায়ামির হয়ে একমাত্র গোল করেন লিওনার্দো কাম্পানা। নিউইয়র্ক সিটির হয়ে গোল করেন জেমস স্যান্ডস।

প্রতিপক্ষের মাঠে মায়ামি বলের দখলে এগিয়ে থাকলেও গোলের সুযোগ তৈরিতে নিউইয়র্ক এগিয়ে ছিল। তারা ১৭টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখে। বিপরীতে ৬টি শট নিয়ে ২টি লক্ষ্যে রাখতে পারে মায়ামি।

এদিন ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যেতে পারত মায়ামি। ফ্রি কিক থেকে নেয়া মেসির শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ১১তম মিনিটে নিউইয়র্কও ফ্রিকিক পায়। সান্তিয়াগো রদ্রিগেজের নেয়া শট কোনোমতে ঠেকিয়ে দেন ড্রেক ক্যালেন্ডার।

ম্যাচের ২৩তম মিনিটে আবারো সুযোগ আসে মায়ামির সামনে। প্রতিপক্ষে ডি-বক্সের ভেতরে জটলায় জর্দি আলবার পাস থেকে সুয়ারেজের নেয়া শট প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে ফিরে আসে। ফিরতি শট গোলরক্ষক ঠেকিয়ে দিলে হতাশ হতে হয় তাকে। ২৬ মিনিটে ফের ফ্রি-কিক পায় নিউইয়র্ক। তবে ম্যাক্সি মোরালেসের শট ধরে ফেলেন ড্রেক। গোলশূন্য থেকে বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে গোলের সুবর্ণ সুযোগ পায় স্বাগতিক নিউইয়র্ক। খুব কাছে থেকে ফাঁকা পোস্ট পেয়েও জালে বল জড়াতে ব্যর্থ হন কেতন পার্কস। তার শট চলে যায় বারের ওপর দিয়ে। ম্যাচের ৪৮তম মিনিটে রদ্রিগেজের দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৬১ মিনিটে হ্যানেস উলফের দুর্বল শট ধরে ফেলেন ড্রেক।

তবে ম্যাচের ৭৫তম মিনিটে ডেডলক ভাঙে মায়ামি। মেসি বল নিয়ে এগিয়ে গিয়ে প্রতিপক্ষে ডি বক্সে বাঁ পাশে ফাঁকায় থাকা আলবাকে পাস দেন। আলবার সেটি লিওনার্দো কাম্পানার দিকে বাড়িয়ে দেন সেখান থেকে আলতো টোকায় বল জালে পাঠান।

মায়ামি সমর্থকরা যখন জয়ের সুবাস পাচ্ছিল ঠিক তখন গোলের দেখা পায় নিউইয়র্ক। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে কর্নার থেকে আসা বলে হেড করে গোল করেন জেমস স্যান্ড।

এই ড্রয়ে ইস্টার্ন কনফারেন্সে ৩০ ম্যাচ শেষে ১৯ জয় এবং ৭ ড্রয়ে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই অবস্থান করছে। ২৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে সিনসিনাটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়