শিরোনাম
◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে ◈ সাকিব আল হাসা‌নের বিরুদ্ধে দুদকের কমিটি গঠন ◈ বাংলা‌দে‌শের ১৯১ রান শোধ ক‌রে ৮২ রা‌নের লিড নি‌লো জিম্বাবু‌য়ে ◈ আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার ◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী! ◈ বাংলাদেশ চীন সম্পর্কে কিছুতেই অস্বস্তি কাটছে না ভারতের!

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৩৭ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাজের সময় রান করেন না রিজওয়ান, দাবি কানেরিয়ার

স্পোর্টস ডেস্ক: বর্তমান পাকিস্তান দলের অন্যতম সেরা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। তিন ফরম্যাটের ক্রিকেটেই পাকিস্তান দলের অন্যতম ভরসা এই উইকেটরক্ষক ব্যাটার। তিনিই কিনা প্রয়োজনের সময় রান করতে পারেন না। এমন মন্তব্য করেছেন সাবেক পাকিস্তানি ব্যাটার দানিশ কানেরিয়া।

নিয়মিত উত্তেজনাপূর্ণ ম্যাচে রিজওয়ান ব্যর্থ হন বলেও দাবি কানেরিয়ার। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১২০ রানের লক্ষ্য পাড়ি দিতে পারেনি পাকিস্তান। সেই ম্যাচে ব্যর্থ হয়েছিলেন রিজওয়ানও। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে সেই ম্যাচের উদাহরণ টেনে রিজওয়ানের সমালোচনা করেছেন কানেরিয়া। ক্রিকফ্রেঞ্জি

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, সে (রিজওয়ান) রান করে না যখন দলের প্রয়োজন হয়। এটাই তার একমাত্র সমস্যা। টি-টোয়েন্টি বিশ্বকাপে যখন রিজওয়ান স্ট্রাইকে ছিল রোহিত জসপ্রিত বুমরাহকে বোলিংয়ে নিয়ে এসেছিল যাতে করে তাকে আউট করতে পারে। এটাই নিশ্চিত ছিল।

এরপর প্রথম বলেই সুইপ করতে গিয়ে বুমরাহকেই উইকেট বিলিয়ে দিয়ে এসেছিলেন রিজওয়ান। তাতে করে ৮০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল পাকিস্তান। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। এ কারণেই রিজওয়ানের কড়া সমালোচনা করেছেন কানেরিয়া। 

তিনি বলেছেন, প্রথম বলেই সুইপ করতে যাওয়া কী ধরনের শট? আপনি যেখানে অক্ষর প্যাটেলের বিপক্ষে রান করতে পারছেন না, শুধু সিঙ্গেল এবং ডাবলস নিয়ে নিজের সঙ্গীকে চাপে ফেলে দিচ্ছেন। তারপর যখন জানেন যে, প্রতিপক্ষ অধিনায়ক আপনাকে আউট করার জন্য ফাস্ট বোলার এনেছে, তখন কী আপনি এটা বলবেন যে, ‘এই নাও, আমার উইকেট নিয়ে যাও?’

সেই ম্যাচে ৪৪ বলে ৩১ রানের ইনিংস খেলেন রিজওয়ান। পাকিস্তান দলের হয়ে তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ম্যাচটিতে। পাকিস্তান ৭ উইকেটে ১১৩ রানের বেশি করতে পারেনি। ফলে ৬ রানে ম্যাচ জিতে নেয় ভারত। এরপর তারা বিশ্বকাপও জেতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়