শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন ◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে ◈ সাকিব আল হাসা‌নের বিরুদ্ধে দুদকের কমিটি গঠন ◈ বাংলা‌দে‌শের ১৯১ রান শোধ ক‌রে ৮২ রা‌নের লিড নি‌লো জিম্বাবু‌য়ে ◈ আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার ◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী!

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫৭ দুপুর
আপডেট : ১৭ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আফগানিস্তানের ইতিহাস

স্পোর্টস ডেস্ক: সাউথ আফ্রিকাকে মাত্র ১০৬ রানে গুটিয়ে দিয়ে শুরুর কাজটা ভালোভাবেই এগিয়ে রেখেছিল আফগানিস্তান। এরপর ব্যাটারদের দৃঢ়তায় ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে হাসমতউল্লাহ শহীদির দল। আর তাতেই ইতিহাস রচনা করেছে আফগানরা।

এর আগে ১২৯ রানের নিচের কোনো লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচ হারার রেকর্ড নেই দলটির। এবারও এর ব্যতিক্রম হয়নি। এর মধ্যে দিয়ে প্রথমবারের মতো ওয়ানডেতে প্রোটিয়াদের হারের স্বাদ দিল আফগানিস্তান। শারজাহতে সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানদের জয়ের ভিত গড়ে দিয়েছেন দুই বোলার ফজলহক ফারুকি ও মোহাম্মদ গজনফর। - ক্রিকফ্রেঞ্জি

সাউথ আফ্রিকা আগে ব্যাট করতে নেমেই আফগানদের বোলিং তোপের মুখে পড়ে। ৩৬ রানেই তারা হারিয়ে ফেলে ৭ উইকেট। এরপর তারা আর ম্যাচে ফিরতে পারেনি। একপ্রান্ত আগলে রেখে ৮৪ বলে ৫২ রানের লড়াকু ইনিংস খেলেন উইয়ান মুল্ডার।

যদিও তাকে সঙ্গ দিতে পারেননি কেউই। প্রোটিয়া ব্যাটারদের মধ্যে টনি ডি জর্জি ১১, কাইল ভেরেইনে ১০ ও বিজর্ন ফরটুইন ১৬ রান করেছেন। আর কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। আফগানিস্তানের হয়ে ফারুকি ৪টি ও গজনফর নেন ৩টি উইকেট। ২টি উইকেট যায় রশিদ খানের ঝুলিতে।

ছোটো লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান ভালো শুরু পায়নি। ০ রানেই আউট হয়ে যান রহমানউল্লাহ গুরবাজ। এরপর দলীয় ১৫ রানে তারা হারায় রহমত শাহর উইকেট। রিয়াজ হাসানও বেশিক্ষণ টিকতে পারেননি। চতুর্থ উইকেটে অধিনায়ক শহীদি ও আজমতউল্লাহ ওমরজাই মিলে ২২ রান যোগ করেন।

শহীদি ১৬ রান করে আউট হয়ে গেলে গুলবাদিন নাইবের সঙ্গে অবিচ্ছিন্ন ৪৭ রানের জুটিতে আফগানদের জয় এনে দিয়ে মাঠ ছাড়েন ওমরজাই। নাইব ৩৪ ও ওমরজাই ২৫ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। সাউথ আফ্রিকার হয়ে ফরটুইন ২টি ও লুঙ্গি এনগিদি আর এইডেন মার্করাম নেন একটি করে উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়