শিরোনাম
◈ গাজী সালাউদ্দিন তানভীরকে দুই অভিযোগ ওঠার পর সাময়িক অব্যাহতি দিল এনসিপি ◈ আবারও স্বর্ণের দামে নতুন ইতিহাস, দেশে ভরিতে কত বাড়লো? ◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন ◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে ◈ সাকিব আল হাসা‌নের বিরুদ্ধে দুদকের কমিটি গঠন ◈ বাংলা‌দে‌শের ১৯১ রান শোধ ক‌রে ৮২ রা‌নের লিড নি‌লো জিম্বাবু‌য়ে ◈ আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার ◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪৭ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতকে লায়নের হুংকার, বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়া ৫-০ ব্যবধানে জিতবে

স্পোর্টস ডেস্ক: শেষ চারবার বোর্ডার-গাভাস্কার ট্রফিতে জিততে পারেনি অস্ট্রেলিয়া। প্রতিবারই ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে দলটি। এবারের বোর্ডার-গাভাস্কার ট্রফির আগে ভারতকে বড়সড় হুঙ্কার দিয়ে রেখেছেন নাথান লায়ন। ভারত ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হবে বলে জানিয়ে রেখেছেন অস্ট্রেলিয়ার এই স্পিনার।

প্রতি দুই বছরে একবার করে হয় ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার বোর্ডার-গাভাস্কার ট্রফি। ঘরের মাঠে ২০১৪-১৫ মৌসুমের পর আর অস্ট্রেলিয়া জিততে পারেনি। ২০১৬-১৭, ২০১৮-১৯, ২০২১-২১ এবং ২০২২-২৩ মৌসুমে সর্বশেষ টানা চার সিরিজে দাপটের সঙ্গে জিতেছে ভারত। ক্রিকফ্রেঞ্জি

ভারতীয় দল বর্তমানে ব্যস্ত বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে। এই উপলক্ষে দিন-রাত ঘাম ঝরাচ্ছেন রোহিত শর্মা- বিরাট কোহলিরা। আর এমন সময়েই ভারতকে হোয়াইটওয়াশের ইচ্ছার কথা জানালেন লায়ন।

লায়ন বলেন, ১০ বছর আগে আমরা সর্বশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতেছিলাম। ইংল্যান্ডের বিপক্ষে ভারত যখন খেলেছে, তখন থেকেই ওদের ওপর নজর রাখছি। আমার মাথায় বোর্ডার-গাভাস্কার ট্রফি ঘুরছে। এই ট্রফি জিততে চাই। আমার মনে হয় অস্ট্রেলিয়া ৫-০ ব্যবধানে জিতবে।

এ মুহূর্তে টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত পরপর দু'বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি ভারত। এবারও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনা জাগিয়ে রেখেছে দলটি।
আগামী ২২ নভেম্বর থেকে শুরু হবে অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যকার বোর্ডার-গাভাস্কার ট্রফি। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজ সিরিজের পর এই সিরিজকে টেস্টের সবচেয়ে বড় সিরিজ হিসেবে আখ্যায়িত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়