শিরোনাম
◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে ◈ সাকিব আল হাসা‌নের বিরুদ্ধে দুদকের কমিটি গঠন ◈ বাংলা‌দে‌শের ১৯১ রান শোধ ক‌রে ৮২ রা‌নের লিড নি‌লো জিম্বাবু‌য়ে ◈ আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার ◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী! ◈ বাংলাদেশ চীন সম্পর্কে কিছুতেই অস্বস্তি কাটছে না ভারতের!

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৫৬ বিকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৫, ১০:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র মাইনর লিগে সাইফউদ্দিনের ৪ উইকেট,  আটলান্টা ফায়াররে জয়

স্পোর্টস ডেস্ক:  উত্তেজনাপূর্ণ ম্যাচের শেষ বলে বিপক্ষ দলের দরকার চার রান, বল হাতে বাংলাদেশি বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ব্যাটার জুনায়েদ সিদ্দিকী বড় শট খেলতে প্রস্তুতি নিলেও সাইফউদ্দিনের ইয়র্কারে ভেঙে যায় তার স্টাম্প। আমেরিকার মাইনর লিগে নিজের প্রথম ম্যাচেই বাজিমাত করে ম্যাচসেরা হয়েছেন এই অলরাউন্ডার। তার দল আটলান্টা ফায়ার জিতেছে চার রানের ব্যবধানে।

বল হাতে এ দিন দ্যুতি ছড়ান সাইফউদ্দিন। শিকার করেন একে একে ৪ উইকেট। তাও মাত্র তিন ওভার বোলিং করে। সাইফউদ্দিন প্রথম আঘাতটা আনেন ইনিংসের চতুর্থ ওভারে। তার বলে সজোরে ব্যাট চালান সাগর প্যাটেল।
কিন্তু ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি ঠিকঠাক। ব্যাটে লেগে বল মাটিতে পরার আগেই তা তালুবন্দি করেন সাউফউদ্দিন নিজেই। দৌড়ে গিয়ে ডাইভ দিয়ে আউট করেন আটলান্টা লাইটনিং এর ওপেনারকে।

দীর্ঘ বিরতি দিয়ে এই বোলার আবার বল হাতে আসেন ইনিংসের শেষ ওভারে। লাইটনিং এর দরকার তখন ছয় বলে ১০ রান। ম্যাচের গুরুত্বপুর্ণ সময়ে এসেই প্রথম বলে শিকার করেন আমেরিকার ব্যাটার উন্মুখ চাঁদকে। ফুলটস বলে বড় শট খেলতে গিয়ে হন ক্যাচ আউট।

সাউফউদ্দিন দ্বিতীয় বল করেন ইয়র্কার। সেই বলে ব্যাটার আদায় করে নেন একটি সিঙ্গেল। ওভারের তৃতীয় বলে আবারো পান উইকেটের দেখা। স্লোয়ার বাউন্স খেলতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ তুলে দিয়ে আউট হন অলরাউন্ডার সানি প্যাটেল।

ম্যাচে মোট তিন এভার বোলিং করেন সাউফউদ্দিন। প্রথম ওভারে ৪ রান হজম করলেও পাননি কোন উইকেটের দেখা। নিজের দ্বিতীয় ওভারে এক উইকেট নিলেও নিজের ৩য় ওভারে নেন গুরুত্বপূর্ণ তিনটি উইকেট। মোট তিন ওভার বল করে মাত্র ১৩ রান খরচা করেন তিনি।

এর আগে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সাইফউদ্দিনের দল আটলান্টা ফায়ার। ২০ ওভারে তারা সংগ্রহ করে আট উইকেট হারিয়ে ১৩৭ রান। ব্যাট হাতে সাইফউদ্দিন করেন ৫ বলে ৬ রান। যদিও রান আউটের শিকার হন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়