শিরোনাম
◈ আদালতে  শাজাহান খানের নালিশ ◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে 

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৫০ বিকাল
আপডেট : ১০ মার্চ, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অক্টোবরে বাফুফের নির্বাচনে অংশ নেবেন না কাজী সালাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফুটবলের কিংবদন্তী কাজী সালাউদ্দিন  টানা চার মেয়াদে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হয়ে দেশের ফুটবল নিয়ন্ত্রণ করেছেন যশ ও সুখ্যাতির সঙ্গে। আগামী ২৬ অক্টোবরের নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি নিজেই বিষয়টি জানিয়েছেন। 

সালাহউদ্দিন বলেন, আসছে ২৬ অক্টেবরে বাফুফের নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করবো না। এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমি চার মেয়াদে দায়িত্বে ছিলাম। সেজন্য নিজেকে খুব ভাগ্যবান মনে করি, এমন সুযোগ আমার জীবনে এসেছে। 

এর আগে ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের দীর্ঘ ৪০ দিন পর শনিবার দুপুরে বাফুফেতে আসেন সালাউদ্দিন। যেখানে ৫ আগস্টের আগে বাফুফেতে তার আসা যাওয়া ছিল নিয়মিত। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এত দিন নিজ কার্যালয়ে আসেননি বাফুফে সভাপতি।

কয়েক বছর আগেই ফুটবল ফেডারেশন থেকে তার পদত্যাগের দাবি উঠেছিল। কিন্তু সালাউদ্দিন সে দাবিকে পাত্তাই দেননি। উল্টো ৫ম মেয়াদে সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন।

তবে শনিবার জানা গেল, বাফুফে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সালাউদ্দিন। এর মধ্যদিয়ে বাফুফেতে ১৬ বছরের অধ্যায় শেষ হচ্ছে তার। সালাউদ্দিনের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, পারিবারিক চাপের কারণেই মূলত নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়