শিরোনাম
◈ আমরা আমাদের তরুণদের চীনে পড়াশোনা ও ভাষা শেখায় উৎসাহিত করব : প্রধান উপদেষ্টা ◈ শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনের ওপর জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’ ◈ মারা গেলেন পোপ ফ্রান্সিস ◈ বাংলাদেশের নতুন বাঁধ নিয়ে ভারতের উদ্বেগ, সীমান্তে প্রতিনিধিদল (ভিডিও) ◈ আগামী নির্বাচনে অংশ নিতে চান শাজাহান খান ◈ চাঁনখারপুল গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন ◈ এবার ব্যাংক হিসাব তলব মডেল মেঘনা আলমের ◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:০৩ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের মাটিতে ভারত হারানো বাংলাদেশের জন্য অসম্ভব:দীনেশ কার্তিক

স্পোর্টস ডেস্ক: কাগজে-কলমে পিছিয়ে থাকলেও পাকিস্তান সফরে সবাইকে চমকে দিয়েছে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে বাংলাদেশকে খুব বেশি মানুষ এগিয়ে না রাখলেও ব্যাটে-বলের দারুণ পারফরম্যান্সে পাকিস্তানকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করেছেন নাজমুল হোসেন শান্তরা। তবে ভারত সফরে বাংলাদেশ এমন কিছু করতে পারবে কিংবা রোহিত শর্মাদের বিপদে ফেলবেন বলে মনে করেন না দীনেশ কার্তিক। -ক্রিকফ্রেঞ্জি

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে মুশফিকুর রহিম, লিটন দাস, সাদমান ইসলাম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজদের ব্যাটে ম্যাচে ফেরে বাংলাদেশ। দুই স্পিনার সাকিব আল হাসান ও মিরাজ দ্বিতীয় ইনিংসেবল হাতে চেপে ধরেন বাবর আজম, শান মাসুদদের। তাদের দুজনের কল্যাণে সহজ লক্ষ্য তাড়ায় প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ। পরের টেস্ট জয় বাংলাদেশের জন্য আরও বেশি তাৎপর্যপূর্ণ।

মিরাজের ঘূর্ণিতে পাকিস্তানকে তিনশর আগে আটকে দিলেও ব্যাটিংয়ে নেমে মীর হামজা, খুররম শেহজাদের বোলিং তোপে বিপর্যয়ে পড়ে সফরকারীরা। এক পর্যায়ে মাত্র ২৬ রানে ৬ উইকেট হারায় চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। সেখান থেকে রেকর্ড জুটিতে বাংলাদেশকে পথ দেখান লিটন দাস ও মিরাজ। লিটন সেঞ্চুরি পেলেও মিরাজকে ফিরতে হয়েছে একশ ছোঁয়ার আগেই। লিড না পেলেও ম্যাচে ফেরে বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে নাহিদ রানা ও হাসান মাহমুদের পেস তোপে ভড়কে যায় পাকিস্তানের ব্যাটাররা। শেষ পর্যন্ত দ্বিতীয় টেস্টেও জয় তুলে নিয়ে সাদা পোশাকের ক্রিকেটে প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এমন পারফরম্যান্সের পর দেশের সমর্থকদের ধারণা বাংলাদেশকে খানিকটা সমীহ করবে ভারত। কদিন আগে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমও জানিয়েছেন এমনটাই।

যদিও ভারত সফরে বাংলাদেশ এমন কিছু করতে পারবে বলে মনে করেন না কার্তিক। ক্রিকবাজের হেই সিবি নামের অনুষ্ঠানে দর্শকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, ভারতকে তাদের মাটিতে হারানো প্রায় অসম্ভব। বরং ভারতের সাবেক ক্রিকেটারের দাবি, বাংলাদেশকে হারাতে খুব বেশি সমস্যা না হবে না রোহিত, বিরাট কোহলিদের।

এ প্রসঙ্গে কার্তিক বলেন, ব্যক্তিগতভাবে আমার মনে হয় না (ভারতকে বাংলাদেশ কঠিন সময় উপহার দেবে)। আমার মতে ভারতকে ভারতের মাটিতে হারানো প্রায় অসম্ভব ব্যাপার। তারা পাকিস্তানকে হারিয়েছে ঠিকই তবে ভারতের জন্য বাংলাদেশকে হারানো খুব বেশি সমস্যা হবে বলে আমার মনে হয় না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়