শিরোনাম
◈ আমরা আমাদের তরুণদের চীনে পড়াশোনা ও ভাষা শেখায় উৎসাহিত করব : প্রধান উপদেষ্টা ◈ শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনের ওপর জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’ ◈ মারা গেলেন পোপ ফ্রান্সিস ◈ বাংলাদেশের নতুন বাঁধ নিয়ে ভারতের উদ্বেগ, সীমান্তে প্রতিনিধিদল (ভিডিও) ◈ আগামী নির্বাচনে অংশ নিতে চান শাজাহান খান ◈ চাঁনখারপুল গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন ◈ এবার ব্যাংক হিসাব তলব মডেল মেঘনা আলমের ◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:০৬ দুপুর
আপডেট : ১২ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অক্টোবরে আসছে দক্ষিণ আফ্রিকা, ঢাকা ও চট্টগ্রামে দুই টেস্ট

স্পোর্টস ডেস্ক: আগামী দশদিনের মধ্যেই সাউথ আফ্রিকা সিরিজের ভেন্যু নিশ্চিত করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যেই অবশ্য দুই টেস্ট সিরিজের ভেন্যু কোনটি হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সেটি জানানো হয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকাকে (সিএসএ)।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৬ অক্টোবর বাংলাদেশ সফরে আসবে সাউথ আফ্রিকা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২১ অক্টোবর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচটি শুরু ২৯ অক্টোবর। ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। এই দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এরপর আগামী ৩ নভেম্বর বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে সাউথ আফ্রিকা দলের।

সাউথ আফ্রিকা ক্রিকেটের সবুজ সংকেত নিয়ে দশদিনের মধ্যেই এই ব্যাপারে সিদ্ধান্ত জানাবে বিসিবি। সিএসএ এই ব্যাপার সিদ্ধান্ত জানাবে সাউথ আফ্রিকা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলে।
চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারছে না বিসিবি। একই কারণে ঘরের মাঠে নিউজিল্যান্ড ‘এ’ দলের সফরও স্থগিত হয়েছে। সাউথ আফ্রিকা এই মুহূর্তে বাংলাদেশে আসবে কিনা সেই অনিশ্চয়তা অবশ্য থাকছেই।

২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশে এসেছিল সাউথ আফ্রিকা। সেবার বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল ২-০ ব্যবধানে। তবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হারলেও পরের দুটিতে জেতে বাংলাদেশ। ফলে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে তারা। এরপর বৃষ্টির কারণে দুই টেস্টের সিরিজে দুটি ম্যাচই ড্র হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়