শিরোনাম
◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক ◈ টাঙ্গাইলের ৭০০ বছরের নওয়াব শাহী জামে মসজিদে ৯৮ বছর ধরে চলছে অবিরাম কুরআন তিলাওয়াত ◈ প্রধান উপদেষ্টার কাতার সফরে এলএনজি ও ভিসা ইস্যু ছাড়াও যেসব বিষয় গুরুত্ব পাবে ◈ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র খুন: ১০-১৫ জন নির্দয়ভাবে পেটায় জাহিদকে, ঘটনার সূত্রপাত যেভাবে

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:৩৩ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংলিশ কাউন্টিতে বোলিংয়ে উজ্জ্বল সাকিব ব্যর্থ ব্যাটিংয়ে

স্পোর্টস ডেস্ক: ভারত সফরে যাওয়ার আগে অবসর সময়টাতে ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলছেন সাকিব আল হাসান। এক ম্যাচের চুক্তিতে সারের হয়ে খেলতে নামা বাংলাদেশের তারকা অলরাউন্ডার বল হাতে আলো ছড়িয়েছেন। এক যুগের বেশি সময় কাউন্টি ক্রিকেটে ফেরা সাকিব প্রথম ইনিংসে সমারসেটের টম অ্যাবল, কেসি আলড্রিজ, ক্রেইগ ওভারটন এবং ব্রেট রেন্ডেলকে নিজের শিকার বানিয়েছেন। -ক্রিকফ্রেঞ্জি

সারের হয়ে অভিষেক ম্যাচে ৩৩.৫ ওভার বোলিং করে ৭ মেডেনের সঙ্গে ৯৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। বোলিংয়ে আলো ছড়ালেও ব্যাটিংয়ে সুবিধা করতে পারেননি সাকিব। ছয়ে নেমে ২৪ বলে ১২ রানে ফিরে গেছেন বাঁহাতি এই ব্যাটার। জ্যাক লিচের মিডল স্টাম্পের বলে উইকেট থেকে বেরিয়ে এসে সামনে ঠেলে দিতে চেয়েছিলেন তিনি।

ব্যাটে-বলে ঠিকঠাক করতে না পারায় লিডিং এজ হয়ে বোলার লিচের হাতে ক্যাচ দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। যদিও দুই বল আগেও ফিরতে পারতেন সাকিব। লিচের বলে উইকেট থেকে বেরিয়ে এসে খেলতে গিয়ে ক্যাচ দিয়েছিলেন তিনি। ডানদিকে খানিকটা ঝাঁপিয়ে পড়ার চেষ্টাতেও ক্যাচ নিতে পারেননি লিচ।

নিজের খেলা ২২তম ডেলিভারিতে জীবন পেলেও শেষ পর্যন্ত সাকিবকে থামতে হয়েছে ২৪ বলে ১২ রানে। এই ইনিংস খেলতে গিয়ে একটি চারও মেরেছেন বাঁহাতি এই ব্যাটার। এদিকে লম্বা সময় ধরে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না সাকিবের। সবশেষ পাকিস্তান সফরেও সাফল্যের দেখা পাননি।

সিরিজ জেতা সফরে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ১৫ রান করেছিলেন। পরের টেস্টে প্রথম ইনিংসে ২ রানে আউট হওয়া সাকিব দ্বিতীয় ইনিংসে অপরাজিত ছিলেন ২১ রানে। চোখের সমস্যার কারণে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই ব্যাট হাতে নিয়মিত রানের দেখা পাচ্ছেন না সাকিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়