শিরোনাম
◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী! ◈ বাংলাদেশ চীন সম্পর্কে কিছুতেই অস্বস্তি কাটছে না ভারতের! ◈ কখ‌নো রাজনীতিতে আসবেন না সৌরভ গাঙ্গুলী ◈ ভারতীয় বো‌র্ডের কেন্দ্রীয় চুক্তি: এ প্লাস ক্যাটাগ‌রির ক্রিকেটাররা পা‌বেন ৭ কো‌টি রু‌পি ◈ নিষিদ্ধ ছাত্রলীগ ও বিভিন্ন মামলার এজাহারনামীয় আওয়ামী লীগের গ্রেফতার ৯  ◈ আমরা আমাদের তরুণদের চীনে পড়াশোনা ও ভাষা শেখায় উৎসাহিত করব : প্রধান উপদেষ্টা ◈ শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনের ওপর জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৪, ১০:১৪ রাত
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাশরাফি মাঠে ফিরছেন

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ও ঢাকা প্রিমিয়ার লীগ ( ডিপিএল) ছাড়া অন্য কোথাও মাশরাফি বিন মুর্তজাকে দেখা যায় না এখন। ডিপিএলের গত আসরের পর থেকেই মাঠের বাইরে টাইগারদের সাবেক এই অধিনায়ক। লম্বা সময় শেষে মাঠের খেলায় ফিরছেন মাশরাফি। যুক্তরাষ্ট্রে ইউএস মাস্টার্স টি-টেনে লীগে দল পেয়েছেন তিনি।  

বাংলাদেশের সাবেক অধিনায়ককে ড্রাফট থেকে দলে ভিড়িয়েছে ডেট্রয়েট ফ্যালকনস। টাইগারদের আরেক সাবেক স্পিনার আব্দুর রাজ্জাকও একই দলের হয়ে খেলবেন।  রাজ্জাককে সরাসরি চুক্তিতে নিয়েছে যুক্তরাষ্ট্র টি-টেন মাস্টার্সের ডেট্রয়েট ফ্যালকনস। অন্যদিকে মাশরাফি দল পেলেন নিলামের মাধ্যমে। এই দলটিতে আছেন টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ, ইংল্যান্ডের ডেভিড মালান, ওয়েস্ট ইন্ডিজের রায়াদ এমরিত, দুই শ্রীলঙ্কান থিসারা পেরেরা ও অ্যাঞ্জেলো পেরেরা।

সর্বশেষ চলতি বছরের এপ্রিলে ডিপিএলে কয়েকটি ম্যাচ খেলেন মাশরাফি। এরপর আর ব্যাট-বল ছোঁয়া হয়নি তার।

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের টুর্নামেন্টে ফিরছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিলেও ঘরোয়া ক্রিকেট নিয়মিতই খেলেন সাবেক বাংলাদেশ অধিনায়ক। চলতি মৌসুমে বিপিএলেও অংশ নেওয়ার কথা রয়েছে মাশরাফির। ফলে বিপিএলের আগে যুক্তরাষ্ট্রের এই টুর্নামেন্টটি তার জন্য প্রস্তুতির মঞ্চ হতে পারে। 

এছাড়াও এই লীগে দল পেয়েছেন আরাফাত সানি, ইলিয়াস সানি, কামরুল ইসলাম রাব্বি, এনামুল হক জুনিয়র, সৈয়দ রাসেল, আরিফুল হক, আল-আমিন হোসেনসহ একাধিক তারকারা। এর মধ্যে  ২০১০ সালে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন সৈয়দ রাসেল। ইলিয়াস সানিও সর্বশেষ জাতীয় দলে খেলেছেন ১১ বছর আগে। ঘরোয়া ক্রিকেটে নিয়মিতদের মধ্যে রয়েছেন আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, আল-আমিন হোসেনরা।

আগামী ৮ই নভেম্বর ছয় দলের অংশগ্রহণে শুরু হবে যুক্তরাষ্ট্রের মাস্টার্স টি-টেন লীগ। চলবে ১৭ই নভেম্বর পর্যন্ত। এই লিগের প্লেয়ার্স ড্রাফট থেকে দল পেয়েছেন মাশরাফি, আরাফাত সানি, আল-আমিন হোসেন, আরিফুল হক। সূত্র : মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়